অসভ্য নাপিত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অসভ্য নাপিত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

হে বিশ্ব! হে মানব! এ কোন মানবতা দেখালে তুমি?
পাগলেরা ক্ষুধার্ত, বস্ত্রহীন, বাসস্থানহীন,
চিকিৎসাহীন, দুঃখে ভরা, আশা হারানো, বঞ্চিত, হতদরিদ্র!

সে পথে পথে ঘুরে পাগলের মতো,
নোংরা ঝটালো চুলে এলো-মেলো চলে,
অসভ্য নাপিতের মতো — হ্যাচরে চুল কেটে দিলে,
শরীরের সম্মান যেন ঝরিয়ে গেল তোমার চোখে।


কি এক অসভ্যতা দেখালে, পাগলের অধিকার কেড়ে নিলে!
পাগল তোমাকে চুল কাটার অধিকার দেয়নি,
কেউ নেই দেখার জন্য, কেউ নেই সাহায্যের হাত বাড়াতে।

অথচ তুমি পাগলকে সাহায্য না করে,
সেবা না করে, চিকিৎসা না করে,
অসহায়কে এভাবে ছেড়ে চলে যাও।


আল্লাহ’র কাছে বিচার দিলো তবু তুমি থামলে না,
নিষ্ঠুর হাত থামলো না, অমানবিক চোখ ফিরলো না।

“ওয়া আহসিনু ইননাল্লাহু ইউহিবুল মুহসিনীন”
(সূরা আল-বাকারা, ২:১৯৫)
আল্লাহ শিখিয়েছেন—ভালো করো!
দরিদ্রের পাশে দাঁড়াও!
ক্ষুধার্তের মুখে হাসি ফুটাও!
অস্থায়ী বাসিন্দা ও চিকিৎসাহীনকে সহায়তা দাও!


হে মানব! শুধু দৃষ্টি ফিরিয়ে রাখলে চলবে না!
তোমার হৃদয় খুলতেই হবে দুঃখী মানুষের জন্য,
তোমার হাত বাড়াতে হবে যাদের আশা ম্লান—
কেবল খাবার নয়, সম্মানও ফিরিয়ে দাও!
কেবল ওষুধ নয়, স্বস্তিও পৌঁছে দাও!


মানবতা মানে শুধু কথা নয়, কাজও প্রয়োজন!
করুণা, সেবা, ভালোবাসা—এগুলোই জীবনের সত্য!
হে বিশ্ব! হে মানব! এবার দেখাও মানবতার আসল চেহারা!
দেখাও আলো, ভালোবাসা, করুণার প্রভা!
করো—যে কাজটি আল্লাহ ভালোবাসেন!
------------------------------------------------------


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।