কেটে ফেলতে হবে
- যুবক অনার্য

সবকিছু কেটে ফেলতে হবে- জীবন থেকে কেটে ফেলতে হবে মরণ, জীবন থেকে কেটে ফেলতে হবে জীবন। কেটে ফেলতে হবে বৃক্ষরাজির গোড়া থেকে আগাছার উৎসব যেভাবে ক্ষুর দিয়ে চেছে ফেলা হয় মস্তক ও লুকোনো অংশের যাবতীয় কেশ ও কেশোদগম। ছেটে ফেলতে হবে অকবির কিচির মিচির। মার্কেট আউট করতে হবে, হবে ঝেটিয়ে বিদেয় করে দিতে যারা উপন্যাসের নামে লিখছে অপন্যাস। (অপন্যাস শব্দটি ব্যবহার করতেন ডক্টর হুমায়ুন আজাদ)। ভেঙেচুরে গুড়িয়ে দিতে হবে রাষ্ট্রযন্ত্রের গোপনে গোপন অভিসার। কেটে ফেলতে হবে ধর্ম আর ঈশ্বরকে বেচে বেচে আঙুল ফুলে কলাগাছ- পদ্ধতি আর ধর্মের আড়ালে অধর্মবাদ। টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে পুরুষতন্ত্রের প্রাচিনতম লৈঙ্গিক অধিবাস। কেটে ফেলতে হবে নারীবাদের নামে স্ত্রীবাদ মানে স্নো পাওডার লিপিস্টিকবাদ। কেটে তো ফেলতেই হবে পা চাটা আমলাবাদ আর লুম্পেন চাটুকারবাদ। কাটতে কাটতে কেটে কেটে বাদ দিতে হবে বিচরনশীল সুবিধাবাদ। মানচিত্র থেকে ছেটে ফেলতে হবে মোদিবাদ, মোদির মৌলবাদ। এভাবে এইভাবে কেটে কেটে পৌঁছে যেতে হবে সেখানে যেখানে বাস করবে শুধু মানবতাবাদ। তবে তার আগে কেটে ফেলতে হবে নিজেরই অজান্তে নিজের মধ্যে ঘাপ্টি মেরে বসে থাকা প্রাগৈতিহাসিক আমিত্ববাদ।


২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।