স্বপ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
পরিচয় পর্ব
-----------------------
কামরুন নাহার (সুইটি)
পিতার নাম: মোঃ কাফিল উদ্দিন
মাতার নাম: নাসিমা আক্তার
গ্রাম: নামিলা
পোস্ট: কপালেশ্বর
থানা: কাপাসিয়া
জেলা: গাজীপুর
শিক্ষা পর্ব
--------------------
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি): বি.এন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা (২০১১)
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি): শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা (২০১৩)
বিজ্ঞান স্নাতক (তথ্য ও যোগাযোগ প্রকৌশল, ২০১৮): বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
বিজ্ঞান স্নাতকোত্তর (তথ্য ও যোগাযোগ প্রকৌশল, ২০১৯–চলমান): বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
কাব্যিক রচনা
-----------------------------
স্বপ্ন নামে শিশিরভেজা ঘাসের বুকে,
ধানক্ষেতে হাওয়ার দোলায় জেগে ওঠে আলো,
প্রভাতের কাশফুলে মিশে থাকে সেই নীরবতা—
যা মানুষকে টানে অদৃশ্য কোনো ভবিষ্যতের দিকে।
স্বপ্ন শুধু নিদ্রার গোপন ছবি নয়,
এ এক অন্তহীন যাত্রার দীপ্তি,
যেখানে শিক্ষা নদীর মতো বহে যায়,
আর মানুষ খুঁজে পায় সত্যের সোপান।
প্রেমও এক স্বপ্ন—
মানুষে মানুষে হাত বাড়ানোর,
বর্ণ আর ধর্মের দেয়াল ভেঙে
একই আকাশে দাঁড়াবার অভিপ্রায়।
দেশপ্রেমও এক স্বপ্ন—
সবুজ পতাকা উড়িয়ে দিগন্তে বলার,
এই মাটি, এই রক্ত,
আমাদেরই অমলিন গান।
মানবিকতাও স্বপ্নের আলো—
অসহায়ের চোখে হাসি হয়ে জ্বলে,
শীতার্তের কাঁপা কাঁধে রোদ হয়ে নামে,
বেদনার গভীরে আনে নতুন বসন্ত।
এভাবেই কামরুন নাহারের স্বপ্ন
জীবনের ভেতরে গড়ে তোলে আলো,
যেন নিস্তব্ধ রাতে জোনাকির প্রদীপ—
অন্ধকারে পথ দেখায় অনন্তকাল।
------------------------------------সূত্র অনলাইন
২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।