বিপ্লবী শপথ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিপ্লবী শপথ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
রণতূর্যে আমরা ওঠি, অগ্নি হাতে বলি।
শত্রুর আঁধারে অগ্নি জ্বালাই, ন্যায় প্রকাশ করি।
রণবীর্যে দাঁড়াই আমরা, ভয়কে করব ধ্বংস।
অন্যায়ের শৃঙ্খল ভেঙে ফেলব, অটল চেতনায় থাকব।
বন্ধুদের ঢাল, ঐক্য আমাদের তলোয়ার শক্ত।
দেশপ্রেমে প্রাণ উজাড়, মানবতার পাথেয়।
খেলাধুলায় সাহস বৃদ্ধি, দলবদ্ধ শক্তি আনব।
চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ত্যাগ করব চিরকাল।
শিক্ষা শক্তি গড়ে তুলবে, চেতনায় অটল থাকবে।
সাম্য ও সম্প্রীতি বজায়, হিংসা আমরা ত্যাগ করি।
স্বপ্ন ও আশা বাস্তব রূপ নেবে, আমরা সক্রিয়।
লাল-সবুজ পতাকা হৃদয়ে অম্লান জ্বলে চিরন্তন।
গণতন্ত্রের পথে চলব, শত্রুদের ভয় দেখাবো।
মানবিক সেবায় নিয়োগ করব, সাহসী হয়ে থাকব।
ন্যায়ের তলোয়ার হাতে, অন্যায় ধ্বংস করব চিরকাল।
সাহস, ন্যায়, দয়া রণভূমি আলোকিত করবে চিরন্তন।
রণতূর্যে, রণবীর্যে, রণদূর্গে অটল থাকব আমরা।
আমাদের শপথ অম্লান, চিরন্তন, অমর, বীর্য্যপূর্ণ।
আমরা শপথ করি, বন্ধুত্ব ও ঐক্য অক্ষুণ্ণ রাখব।
আমরা শপথ করি, রাওনাট ইয়ং স্টার ক্লাব চিরজাগ্রত থাকবে।
-----------------------------------------------
২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।