তুমি হও সত্যের উপমা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি হও সত্যের উপমা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

হে যুবক, আগামীর আলো, দাঁড়াও দৃঢ় অম্লান,
জাতির ভার নিতে হবে, দাও মুক্তির আশ্বাস মহান,
লাল সবুজ পতাকা উঁচু করো মাথা গর্বিত,
অপশক্তি রুখো, ভীতি দূরে রাখো চিরন্তন অম্লান।

গাইবে কণ্ঠ সোনার বাংলা, জাগো আজ প্রভাত,
নির্ভয়, উদ্যাম, সাহসী হও সত্যের বাতি,
তবে কেন ধ্বংস করো, নিজেকে রাখো অন্ধকারে,
পথ দেখায় যারা, তারা শক্তি চিরন্তন ধারায়।

স্বার্থপররা ব্যবহার করে, চির শত্রু তারা,
ধ্বংসকারি ছুঁড়ে দাও দূরে, রাখো ন্যায়ের ধারায়,
মন্ত্র শুনিও না, অসত্যে ক্ষতি করো চিরকাল,
যারা অপরকে অপনান করে, তারা হোক ব্যর্থ অন্তরাল।

পিতামাতা চেয়ে আছে, আশা রেখেছে নিরুপায়,
সৎ হও, নির্ভীক, অসভ্যতাকে ঘৃণা করো সত্যে,
বিপ্লবী হও পথে, জ্ঞান অর্জন করো অন্তরে,
নিজেকে সানীত করো লক্ষ শহীদের রক্ত ধারায়।

তৈরি করো নিজেকে আদর্শ মানুষে, মানবিকতা রাখো অন্তরে,
সভ্য হও, স্নেহ-শ্রদ্ধা অন্তরে ধারণ করো চিরকাল,
চাটুকার নয়, নেতা হও বীর সাহসে দৃঢ়,
চাঁদাবাজি, রাহাজানি, মারামারি—সব নিকৃষ্টতা ত্যাগ করো।

সামাজিক হও, সমাজকে আলোর পথে দাও দিশা,
তুমি সত্যের উপমা, পৃথিবী ভালোবাসুক চিরকাল,
লোকে বলুক, আদর্শ ছেলে—সাহিত্য, প্রকৃতি, প্রেমে,
মূল্যবোধে স্থির হও, নেতৃত্বে নির্ভীক, মানবিকতা বাঁচাও চিরদিন।

সাহসী হও, স্বাধীন ইতিহাসের নতুন রচয়িতা,
হাতের শক্তিতে দেশ, হৃদয়ে ন্যায়ের অগ্নি জ্বলো তুমি,
যদি সত্যে দৃঢ় হও, মিথ্যা কুক্ষিগত হবে সব,
প্রদীপ আলোর, মানুষের আশা এবং অহংকার চিরন্তন।

লাল সবুজ পতাকা উঁচু করো, জাতিকে দাও মুক্তি,
হে যুবক, আগামীর আলো—উঠো, সংগ্রাম করো চিরকাল।
-----------------------------------------


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।