আলোকিত মানবিক সংগঠন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলোকিত মানবিক সংগঠন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

রাওনাট পেশজীবি কল্যাণ পরিষদ গ্রামে আলোর ঢলে,
“সেবাই তাদের লক্ষ্য”– ছড়ায় হৃদয়ে দীপ্তি মলে।

প্রতিষ্ঠিত ২০১৩ সালে, মিলন শক্তি করে অটল,
মানবতার পথে এগিয়ে যায় জ্ঞানের তেজে অমল।

সভাপতি হাদিস উল্লাহ বেপারী নেতৃত্বে প্রভা জ্বলে,
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আকন্দ পথ দেখায় অমলে।

অরাজনৈতিক সংগঠন, বিভাজন দূরে ফেলে মিলায়,
দরিদ্র, অসহায় পাশে দাঁড়ায়, আশার দীপ জ্বলায়।

বিপদে ছুটে আসে, অন্ধকার মুছে আলোয় আসে,
শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা– কল্যাণের বীজ বপন ফেলে।

প্রকৃতি, নদী, বৃক্ষ– শেখায় ধৈর্য্য, শক্তি, মুক্তি,
বিজ্ঞান প্রয়োগে উন্নয়ন করে, সমাজে জাগায় সত্যিকি।

ধর্মীয় ন্যায়বোধ জ্বলে, সততা ও দয়ার পথে,
মানবিকতা, উদারতা, স্বচ্ছতা– ছড়ায় সমাজে আলো স্পর্শে।

গ্রামের যুবক, নারী, শিশু– সবাই সচেতন হয় প্রাণন,
স্বেচ্ছাসেবক একত্রিত, শক্তি, প্রেরণা ছড়ায় চারদিকে তান।

নেতৃত্বে সততা বজায় রাখে, পথ দেখায় দৃঢ়ভাবে,
দূর্যোগে সহায়তা ছুটে আসে– দুঃখী হৃদয় আশ্বাসে।

অর্থ, জ্ঞান, সময়– মানুষের কল্যাণে ব্যয় করে,
দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্থায়িত্ব, সমাজে আলো ছড়ায় সবের।

পরিবর্তনে অভিযোজিত, নতুন প্রভা জ্বলে প্রেরণার ছোঁয়া,
আন্তঃসংগঠনিক মিল, অভিজ্ঞতা ভাগাভাগি করে সাহসের ভোঁয়া।

মানবতার দীপ্তি উজ্জ্বল করে, সমাজে জ্বালায় নতুন আশা,
গ্রামের দরিদ্র শিশু শিক্ষায় আলোকিত করে প্রতিটি ঘর বসা।

নারী ও বৃদ্ধকে স্বনির্ভর করে মানবিক পথে শেখায়,
সত্য, ন্যায়বোধ, উদারতা– সমাজে আলোর দীপ জ্বেলে ভেকায়।

স্বেচ্ছাসেবক মিলন শক্তি দিয়ে পথ প্রদর্শন করে,
দাতাদের বিশ্বাস অর্জন করে, আশা জাগায় অটল প্রভায় ভরে।

সকলকে নিয়ে এগিয়ে যায়, নব প্রজন্মকে মানবিক কাজে ডাকে,
শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা– সবার কল্যাণে কাজ ছাকে।

পরিবর্তন, স্থায়িত্ব, মানবিক প্রেরণা ছড়ায় চারপাশ,
দূর্যোগে সহায়তা, প্রতিটি হাহাকার কমায় নিরলস।

পেশাজীবি মিলন শক্তি, মানবতার দীপ্তি ছড়ায় সর্বত্র,
রাওনাট পেশজীবি কল্যাণ পরিষদ, মানবতার পতাকা উঁচু করে।

সেবাই লক্ষ্য– অরাজনৈতিকভাবে সমাজে আলো জ্বেলে চিরকাল,
মানবিক বিপ্লবের দীপ্তি জাগায় যুবক, গ্রাম, দেশের পাথাল।
---------------------------------------------


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।