মনোরথের পথচলা
- রবিউল ইসলাম রাতুল

‎নয়ন নিভে গেছে,
‎চারিদিক নিস্তব্ধ,মন চলে গেছে—
‎কারো কোমল হাতের আলপনার কল্পনাতে,
‎নিস্তব্ধতার ভিড়েও,
‎ঠোঁটের এক কোণে গুঁজে থাকা মৃদু হাসি—
‎স্মরিয়া দেয় কারো উপস্থিতি জল্পনাতে।

‎নয়ন জাগ্রত হয়েছে,
‎শুয়ে আছি নরম চাদর ঘাসের উপর—
‎তবে যেন মনে হয় ঘাস নয়,যেন কারো হাত,
‎অনুভূতি উঠেছে উর্ধ্বে,
‎লাগতেছে ভালো,মনে উৎফুল্লতা আর আগ্রহ—
‎এই ঘাসের চাদর বুঝতে দেয় না কারো তফাৎ।

‎ধরণীতে রাত্রি নেমেছে,
‎একা বনের পাশে বসে,গগন মুখি আমি—
‎দেখতেছি রুপালি চাঁদ,ভাবতেছি কারো তুল্য,
‎নয়ন আটকিয়েছে ঝোপে,
‎খেলতেছে জোনাক পোকা,তার টিপটিপ বাতিতে—
‎আর খেলতেছে কেউ আমার মনে এই সমতুল্য।

‎হয়েছে দিবসের আগমন,
‎চারদিক রবির রোশনিতে ঝলোমলো উজ্জ্বল—
‎মনে করিয়ে দেয় কারো অভিমানী রাগের অনুরাগ,
‎চারিপাশের পাখির কিচিরমিচির,
‎ডানা ঝাপটিয়ে ছুটে চলে,নীল দিগন্ত পারে—
‎সাথে মনে ভাব জাগিয়ে তোলে কারো মনোরাগ।

‎নদিকার তীর ধরে,
‎দেখি তার মাঝে স্রোতহীন ঢেউয়ের নিরবতা—
‎যেন স্মরিয়া দেয় কারো অনুপস্থিতিতে আমার বিষন্নতা,
‎নয়ন নিভে গেছে,
‎তবে দীর্ঘশ্বাস ফেলে,শান্ত মাথায় আর আসে না কল্পনা—
‎কেটে যাবে সময়,ভুলে যাবে মন,কারো শূন্যতা।


২৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।