মনের দিশা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মনের দিশা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************
পরিচয় পর্ব
-------------------------------
নামঃ আফরোজা সুলতানা
পিতা: মরহুম আব্দুল কবির মোল্লা
মাতা: আনোয়ারা বেগম
স্বামী: মুহাম্মদ ইব্রাহিম (ব্যাংক কর্মকর্তা)
সন্তান: দুই ছেলে
গ্রাম: চাপাত, ডাকঘর: ইকুরিয়া, উপজেলা: কাপাসিয়া, জেলা: গাজীপুর
স্বামীর বাড়ি: লোহাদী, কাপাসিয়া, গাজীপুর
শিক্ষাজীবন
---------------------------
এস.এস.সি. ২০০০ — ইকুরিয়া উচ্চ বিদ্যালয়
এইচ.এস.সি. ২০০২ — কাপাসিয়া ডিগ্রি কলেজ
বি.এস.এস (সম্মান) ২০০৬ — ইডেন মহিলা কলেজ
এম.এস.সি (মনোবিজ্ঞান) ২০০৭ — ইডেন মহিলা কলেজ
পেশা
------------------------------
প্রভাষক (মনোবিজ্ঞান), শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, হাইলজোর, কাপাসিয়া, গাজীপুর।
*************************************************************************
শিরোনাম: মনের দিশা
---------------------------------------
পিতা কবির মোল্লা স্মৃতির বাতি জ্বালেন,
মাতা আনোয়ারা স্নেহের সুধা ঢালেন।
স্বামী ইব্রাহিম সঙ্গী জীবনের গান,
দুই ছেলের হাসি ভবিষ্যতের প্রাণ।
চাপাত গ্রামে জন্ম, ইকুরিয়ায় চিঠি,
কাপাসিয়ার মাটিতে চলার অমৃত গীতি।
স্বামীর বাড়ি লোহাদী স্মৃতির ঠিকানা,
গাজীপুরের বুকে জীবন পেলো মানা।
দুই হাজার সালে এসএসসি উত্তীর্ণ,
ইকুরিয়া বিদ্যালয়ে ফল হলো দীপ্তর্ণ।
দুই হাজার দুইয়ে এইচএসসি পথ,
কাপাসিয়া কলেজে শিক্ষার জ্যোতি ফোট।
দুই হাজার ছয়ে ইডেন কলেজে মান,
সম্মানসহ বিএসএস পূর্ণ করলো প্রাণ।
দুই হাজার সাতের এমএসসি সোপান,
মনোবিজ্ঞানই হলো জীবনের গান।
এখন প্রভাষক, শিক্ষকতার আলো,
শহীদ তাজউদ্দিন কলেজে চলছে ভালো।
কাপাসিয়ার প্রাণে জ্ঞানদীপ প্রজ্বল,
মনোবিজ্ঞানের দিশা করছেন সফল।
প্রকৃতি ও প্রেমে জাগে মনের বাঁশি,
বিজ্ঞানে খুঁজে ফেরে জীবনের ভাষি।
নৈতিকতা শেখায় মানবতার গান,
শিক্ষকের কণ্ঠে জাগে আলোর প্রাণ।
আফরোজা সুলতানা জ্ঞানের শিখা,
মননের পথে তিনি দীপ্তিকা মেখা।
মনোবিজ্ঞান বুকে গড়েন দিশারী,
প্রেম, দর্শন, সত্য—আলোর ভাণ্ডারি।
------------------------------------সূত্র অনলাইন
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।