নিরুত্তর
- শাওন সারথি

তোমারে বুঝিবে সাধ্য কাহার?
ব্যর্থ আর শূন্য হাহাকার।
বলিয়াছিলেম আকাশের কানে
নীরবে চাঁপা অভিমানে,
তোমারে যে বুঝিতে চাই।
এর বাহিরে আর কিছুই জানা নাই।
জীবন ও যৌবন সব সঁপিয়াছি আমি,
দিবস রজনী জানে অন্তর্যামী।
দেখিয়াছিলেম জাগিয়া হঠাৎ রাতিতে
ছলছল হওয়া এই আঁখি পাতিতে।
স্বপনের মাঝে গুণ্ঠন তুলিয়া
তোমারে দেখিয়াছিলেম মৌনতা ভুলিয়া।
বলিব বলিয়া যত কথা রাখিয়াছি
যাওয়াই হয় নাই তাহাদের কাছাকাছি।
অবশেষে আমি একাকি,
সে কথা বলিয়াছি হাওয়াকে ডাকি।
তোমারে যে বুঝিতে চাই,
এর বাহিরে আর কিছুই জানা নাই।
তাই কি এতো লিলা ছলনা, এতটা ফাঁকি?
কেবল আমারেই রাখিল সবটাই ঢাকি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।