=অপরাধ ছোট হোক বড় হোক অপরাধ, অপরাধই=
- কাজী ফাতেমা ছবি

অপরাধ ছোট হোক বড় হোক অপরাধ, অপরাধই=
অপরাধ করে যদি, ছাড়া পেয়ে যায়
বেড়ে যায় সাহসটা, করতে অন্যায়;
অপরাধী জেনে বুঝে, করে যায় পাপ
পেয়ে যায় তেল মেরে, পাপ হতে মাফ!
ছোটখাটো শাস্তি যদি, হয়ে যায় তার
আপিলের পা ছুঁয়ে সে, পেয়ে যায় পার,
কাটিয়ে সে শাস্তি শেষে, অপরাধ সেই
করে ফিরে রোজ রোজ, চিন্তাও সে নেই।

অপরাধ ছোট বড়, হতে পারে, হোক
শাস্তি দিয়ে তারে তবে, পেতে দাও শোক,
ক্ষমা করে দিলে পরে, সাহসটা বাড়ে
অবশেষে উঠে বসে, অপরাধ ঘাড়ে।
ছোট পাপ বড় পাপ, শাস্তি ছোট বড়
ছেড়ো না ন্যায় শাসক, ছাই দিয়ে ধর।
November 28, 2018 at 9:07 AM


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।