=যতটুকু পারা যায়, সামলিয়ে চলো=
- কাজী ফাতেমা ছবি

লজ্জাগুলো ভেসে গেলো, আধুনিক নায়
কষ্ট লাগে ভ্রষ্ট ক্ষণে, অগ্নি লাগে গায়,
বলি যদি শুধরাও, উল্টো শুনে আসি
সুশীল সমাজ আহা, মোহ নায়ে ভাসি।
কত কথা কত ছবি,কত রঙ ঢঙ
দিন দিন আমি যেনো, সেজে আছি শঙ,
দিন বদলায় কিন্তু, কমে লজ্জা শুধু
চারিদিকে মরিচিকা, মোহ মরু ধূঁধু।

বুঝেও বুঝে না কেউ, নিয়ে অল্প আয়ূ
কত পাপে মজে থাকি, মাখি পাপ বায়ূ,
তারণ্যে বুঝো না হায়, বার্ধক্যে বুঝবে
অনুতাপে দিবানিশি, অতীত খুঁজবে।
যতটুকু পারা যায়, সামলিয়ে চলে
পাপ হোক কম কম, যাই ফের বলে।
December 27, 2018


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।