=আবোল_তাবোল=
- কাজী ফাতেমা ছবি

অপেক্ষার জানলা বন্ধ করে দিলাম
এসো না
আমায় নিয়ে অযথাই আর প্রেমে
ভেসো না।
সেই শ্রাবণ গেলো শরত গেলো
মেঘ হলে না
আকাশ ছুঁয়ে নীল হয়ে থাকো,
আবেগ কি গলে না?

ব্যথার ছায়ায় আসন পেতে রাখি
রোজ রোজ হররোজ
পাশে থেকেও রাখোনি কভু
আমার মনের খোঁজ।
থেকে যাও চোখের সম্মুখ,
হয়ো না আর উন্মুখ
আমার জন্য রেখে দিয়ো-না-
এতটুকু সুখ।

ভেঙ্গে গেলো মেলা
ভালবাসারা ছুটলো দিক বেদিক
উপেক্ষার থালা হাতে নিয়ে
এসো না আর এদিক।
যতটুকু সময় রয়ে যাও খানিক'টা দূরে
কষ্ট হয়ে উঠো না এই আবেগীর বক্ষ ফুঁড়ে।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।