=যদি মন কাঁদে তোমার=
- কাজী ফাতেমা ছবি
মন যদি কাঁদে তোমার, যৎকিঞ্চিত আমার জন্য আমার মাঝে হারাও
চলে এসো এখানে, মনের প্রান্ত ছুঁয়ে এসে দাঁড়াও,
চাইছি আমি খুব করে চাইছি, ভালাবাসায় হও উন্মাদ
কাছে এসো ভেঙ্গে শত পাহাড় সম বাঁধ।
বড্ড বিচলিত ক্ষণে দাড়িয়েঁ হাঁসফাস, এসো তুমি
অপেক্ষার চাতক পাখি হৃদয় বাগান ধূঁধূঁ মরুভূমি।
এই শুনো, আমার জন্য যদি তোমার মন কাঁদে,
রেখো না আর আমায় এমন অনন্ত বিষাদে।
হেমন্তের শিশির ছুঁয়ে এসো, এখানটাতে হৃদয় আঙিনায়;
বাজিয়ে দাও সুখ সুর অনুরণ হৃদয় তারের বীণায়।
যদি তোমার মন কাঁদে
ফেটে পড় বুকে এসে ভালোবাসার বজ্র নিনাদে।
অপেক্ষার তরী বেয়ে এসো তুমি ,
তুমিহীন জীবন শুষ্ক চৈত্রের খরাভূমি;
যদি কখনো এতটুকুনও আমার জন্য মন কাঁদে
পড়তে ইচ্ছে ফের আমার ভালবাসার ফাঁদে,
এসো - দু'চোখে মুগ্ধতার রেশ হয়ে এসো
দূরে থাকার অজুহাতে খুঁজো না আর কোনো ইস্যু।
কখনো ভুলেও যদি আমার জন্য মন কাঁদে
বন্ধু চোখে এসো ধুম করে পড়ো বুক খাদে।
কত প্রেম বুকের কিনারে খায় আকুলি বিকুলি
এসো বহন করো ভালবাসা আমার হও বিনাশ্রমে প্রেম কুলি।
যদি মন কাঁদে
যন্ত্রণা হয় মাথার ছাদে
এসো-মনের খুব কাছাকাছি
দূরে না থেকে মিছিমিছি.....
এখনো খানিকটা সময় বাকি
এসো প্রেমে রাখো আখিতেঁ আঁখি।
অপেক্ষার বাগানে উড়ছে প্রজাপতি-ডানার ভরে এসো
কল্পলোকের ঘোড়ায় চেপে এসো-একটুখান কাছে ঘেঁষো।
বিচলিত বড় মন আজ আমার
মনকে বরফ করো, রেখো না করে আর লোহা তা
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।