কবি তুমি আর এসো না
- শাওন সারথি
কবি তুমি আর এসো না।
এবার ফিরে যাও!
বৃষ্টিস্নাত এই সন্ধ্যায়
যখন ডুবে গেছে পঞ্চমীর চাঁদ,
গত হওয়া শ্রাবণের মতই
হে কবি তুমি আর এসো না।
কামনাক্ত পৌরুষ জেগে উঠে
ভেজা আঁচলের বেশে মৌনতায় আলিঙ্গিত হয়।
আমি তাকে পারিনা এড়াতে, পারিনা তাড়াতে,
তবু ভয় হয়।
আমাদের মুখোমুখি ভ্রমের মত
মাটির উপরে জমতে থাকে থকথকে সাদা নির্যাস।
ঘাসের উপর দোল খায় আর ফুটে উঠে
নয়ন তারার বেশে!
তার দীর্ঘ মৌনতার শেষে
ঘুম ভাঙ্গে, জেগে উঠে এক অশরীর বেশে,
আমি তাকে পারিনা এড়াতে, পারিনা জড়াতে,
কবি তুমি আর এসো না।
এবার ফিরে যাও যে যার গন্তব্যে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৯-১২-২০১৪ ১৯:২১ মিঃ
কবি ও কবিতা অমর/অবিশ্বর/আক্ষয়। সে তো আর মশা নয়, ধুম-ধুপে পালাবে। অবিশ্বর কে ফেলে নশ্বরের প্রতি কেন এত টান হে কবি? সোনা ফেলে পিতল নিলি আসল সোনা চিনলিনা রে পাগল মনা

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।