রক্তের ভাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রক্তের ভাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট কাপাসিয়া,গাজীপুর
**************************************
তুমি ছিলে ঘরের প্রদীপ, প্রাণের আলোকধারা,
মোঃ নাজমুল এহছান মোল্লা, হাসির শব্দে ভরেছিল ঘর সারা।
শৈশবের মধুর স্মৃতি, যৌবনের স্বপ্নের আলো,
আজ তুমি নেই, রয়ে গেছে শুধু বেদনার যতো ভালো।

মোটর বাইকের দুর্ঘটনায় এল হঠাৎ অন্ধকার,
পঙ্গু শরীর সহ্য করল দীর্ঘদিনের ভার।
যন্ত্রণার নদীতে ভেসে গেছে জীবন ধীরে ধীরে,
শেষমেশ চলে গেলে দূর অজানা প্রান্তে শূন্যে।

পিতা মোঃ আবুল হোসেন মোল্লা কাঁদেন নিরবে,
মাতা মিনারা খানম বুক ফেটে ডাকেন আকাশ ভরে।
বোন ফারজানা লিপি ডাকে ভাইয়ের নাম,
অশ্রুজলে ভেসে যায় চারপাশ—শোকের অবিরাম।

স্ত্রী ফুলমেহের হারাল প্রিয় স্বামীর ছায়া,
চোখের জলে আঁকেন শুধু অনন্ত বেদনার কালো মায়া।
ছেলে নাছিফ বাবাহীন শূন্যতায় ডুবে রয়,
কন্যা পপি বুকের ভেতর রাখল অশ্রুর খোঁজে দয়।

আজও ঘরে বাজে কান্নার অনন্ত স্রোত,
শূন্যতার আগুনে জ্বলে প্রতিক্ষণ প্রতিরত।
আমার ছেলে আয়ান খোঁজে কাকারে,
মেয়ে বলে কাঁদতে কাঁদতে—চাচু কই রে?

পিতার কাঁধে ভর করে উঠল সন্তানের লাশ,
হাহাকার ভেসে বেড়ায় চারপাশে, বাতাসে বাজল পাষাণ।
বন্ধুরা থমকে আছে, পথের ধারে দাঁড়িয়ে,
তবু স্মৃতি বেঁধে রাখে তোমায়, ভালোবাসা জড়িয়ে।

আজ সংসারে আছে ছেলে-মেয়ে, নাতি-নাতনী,
হাসির রঙে সাজে ঘর, বাজে জীবনের খেলা।
তবু এক ব্যথা বুকে প্রতিদিন ফিরে ফেরেই—
আজ ছেলে-মেয়ে নাতি-নাতনী সবই আছে, শুধু ভাই নেই।

প্রত্যেকের প্রাণে বাজে শুধু হাহাকার, শূন্যতা,
ভালোবাসার বাঁধন ছিন্ন করে রাখল ব্যথা।
তবু এ জীবন স্রষ্টারই অনন্ত বিধান,
সবাই বিধাতার বিধান! শুধু ফরিয়াদ করি তিনি মাফ করেন।

শেষ প্রার্থনা করি আকাশের নীল পানে,
ভাই তুমি শান্তিতে থেকো চিরন্তন প্রাণে।
অপার কৃপায় উপহার দিন জান্নাতুল ফেরদৌস!
হৃদয়ের মমতায় রবে তুমি চিরকাল, অমর সাথী হয়ে।

তোমার শূন্যতা ঘিরে রেখেছে মন-জগৎ দুঃখের ছায়ায়,
আমরা ধরি তোমার স্মৃতি, বুক ভরে অশ্রুর বন্যায়।
চিরন্তন ভালোবাসা রবে হৃদয়ে অম্লান,
ভাই, তুমি থেকো আলোয়, আমাদের সকল প্রার্থনায় প্রান।
------------------------- উৎসর্গ ছোট ভাই, নাজমুল এহছান মোল্লা।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।