যে কথা সহজেই বলা যায়
- শাওন সারথি

আমি যে দেখিলেম বিশ্ব ছেদিয়া
উঠিয়াছে সে ধ্রুব আকাশ ভেদিয়া!
অপার শৌর্য বীর্য নিয়া
অগণ্য আলো বিছলিয়া!
একি রুপ ঝলছিসে গগনে?
সাদা মেঘের ভেলায় রৌদ্র সে কিরণে।
অথচ, তাহারা তো জানেনা
সেই কথা!
হৃদয়ে সেকি আপ্রাণ বারতা।
তাহাদেরও চাইতেও অধিক আলো,
আমার মায়েরে যে বাসিবারে ভালো।

আমি যে দেখিলেম উড়িছে আকাশে
রঙ্গিন সে বারতা পিছনে ফ্যাকাশে।
তাহারি সাথে উঠিয়াছে হলাহল,
উঠিয়াছে তাহাতে সবুজের কোলাহল।
তখনি তাহারা হাসে আর চায়,
প্রাণ খুলি আবার আনন্দ গায়!
অথচ, তাহারা তো জানেনা
সেই কথা!
ঝরিতেছে সে কি! স্বচ্ছ ব্যাথা।
তাহাদেরও চাইতে অধিক শুদ্ধ
আমার মায়েরে যে বাসিবারে মুগ্ধ।

আমি যে দেখিলেম সমুদ্র জলে,
ভালবাসা সেথায় জমে আর গলে।
তাহারি সাথে সঞ্জীবনী হাওয়া
জুড়ায় প্রাণে হাসি আর চাওয়া।
বহমান সমীর যেন মিশিয়া যায়
রঙধনু হইয়া দিগন্ত উছলায়।
অথচ, তাহারা তো জানে না
সেই কথা,
চিত্তে উড়ে সেকি! আকুলিয়া
তাহাদেরও চাইতেও অধিক ছন্দ
আমার মায়েরে যে বাসিবারে অন্ধ!

আমি যে দেখিলেম পুষ্প শাখায়
রঙ্গিন সে প্রান রৌদ্র পোহায়।
জীবন্ত হয় যেন স্বচ্ছ বাসে
প্রস্ফুটিত এই সদ্য ঘাসে।
তাহারা তব কেবলি ভাসে
ঝংকৃত আনন্দের সুপ্ত বিকাশে।
অথচ, তাহারা তো জানে না
সেই কথা,
বাসিছে কেবলি বাসিছে হেথা
তাহাদেরও চাইতেও অধিক জল,
আমার মায়েরে যে বাসিবারে অতল!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।