শিক্ষার দীপ্তি ধারায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শিক্ষার দীপ্তি ধারায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
ব্যক্তিগত তথ্য
-------------------------------
নাম: কামরুন নাহার বিউটি
পিতা: মোঃ মোছলেহ উদ্দিন (অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক)
মাতা: রোকেয়া বেগম
গ্রাম: দলিনগর
পোস্ট অফিস: ফুলবাড়িয়া
ইউনিয়ন: দূর্গাপুর
উপজেলা: কাপাসিয়া
জেলা: গাজীপুর
শিক্ষাগত যোগ্যতা:
------------------------------
প্রাথমিক: বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
S.S.C: রানীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় (১৯৯৬)
H.S.C: ঢাকা মডেল কলেজ (১৯৯৮)
B.A.(Honours) English: মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট (২০০৩)
M.A.: সরকারি বাংলা কলেজ (২০০৪)
কর্মস্থল:
----------------------------
প্রাক্তন শিক্ষক: মর্নিং ডিও ইন্টারনেশনাল স্কুল, পল্লবী, ঢাকা; বঙ্গবন্ধু বিদ্যানিকেতন হাইস্কুল, মিরপুর, ঢাকা
বর্তমান: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজধানী, সিনিয়র শিক্ষক
**************************************************
শিক্ষার দীপ্তি ধারায়
---------------------------------------
দলিনগরের নীরব দুপুরে
এক কন্যার জন্ম—নরম বাতাসে লুকানো স্বপ্ন।
ফুলবাড়িয়ার ধূলোর গন্ধে ভরা পথ,
চুপচাপ হেসে যায় শিশুর চোখে আলো।
মোছলেহ উদ্দিনের ছায়া,
রোকেয়া বেগমের কোমল হাত,
প্রতিটি পদক্ষেপে যেন শুনে যায়
শান্ত নদীর দোলা, পাতার ফিসফিস।
প্রাথমিক বিদ্যালয়ের ধীরে ধীরে নেমে আসা সকাল,
রানীগঞ্জে লেখা খাতা,
কলমের আঁচড়ে জাগে আগামীর আশা,
ঢাকা মডেল কলেজের প্রান্তরে ছড়িয়ে গেছে আলো।
মিরপুরের আইডিয়াল ল্যাবরেটরিতে ইংরেজি পড়ার সময়,
হৃদয়ের মধ্যে শোনা যায় চুপচাপ বাতাসের সুর।
বাংলা কলেজের পাঠাগারে বসে,
শিক্ষার স্বপ্ন জমে ওঠে নদীর মতো গভীর।
মর্নিং ডিও, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন,
প্রত্যেক কক্ষে, প্রায় নিঃশব্দ আলো ছড়ায়।
শিক্ষকের পথ যেন বাঁশঝাড়ের মধ্য দিয়ে বয়ে চলে,
জীবনের চুপচাপ নদীর মতো, শান্ত কিন্তু গভীর।
আজ মনিপুর উচ্চ বিদ্যালয়ে,
সিনিয়র শিক্ষক হয়ে দাঁড়িয়ে আছে সে,
যেন ধূলিকণা ঝরে পড়ে শীতল সকালে,
ছোট্ট হৃদয়ে গড়ে ওঠা স্বপ্নের বন।
জ্ঞান আর প্রজ্ঞার এই মৃদু আলোয়,
শ্রেণিকক্ষে শিশুর চোখে ফুটে ওঠে সূর্য।
কামরুন নাহার বিউটির জীবন,
ধীরে ধীরে, নিঃশব্দে,
শিক্ষার দীপ্তি ধারায় বয়ে চলে—
নদীর মতো, পাতার ফিসফিসের মতো,
চিরন্তন, শান্ত, আর অমলিন।
---------------------------- সূত্র অনলাইন।
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।