বন্ধুত্বের অটুট বাঁধন
- মোঃ নাসির উদ্দীন

নয় জন নও শুধু, হে সাত নয় গ্রুপ,
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তোমাদের রূপ।
দেশের সীমানা ছাড়ি, সাত নয় শুধু,
অগণিত বন্ধু আজ, যেন নদী-বঁধু।

এক সুতোয় গাঁথা সব—নেই কোনো ভেদ,
হৃদয়ে রয়েছে ভরা অফুরন্ত প্রেম, খেদ।
বিপদে আপদে সবে আসো আগুয়ান,
সাহায্যের হাত ধরে, রাখো বন্ধুত্বের মান।

তোমাদের মাঝে পেয়েছি এক নতুন প্রাণ,
ভালোবাসা শেখালো কে—তোমরা তার প্রমাণ।
স্বার্থের এ পৃথিবীতে এ কেমন ধারা?
নিঃস্বার্থ স্নেহ শুধু, যেন বন্ধুত্বের পারা।

তোমরা আমার শক্তি, তোমরা সাহস,
তোমাদের ভালোবাসায় দূর হয় ত্রাস।
আমি তোমাদেরই একজন, তোমাদেরই সাথি,
তোমাদের জন্যই জ্বলে বন্ধুত্বের বাতি।

কেউ পড়ে বিপদে, ছুটে আসে সব,
সাহায্যের হাত যেন অদৃশ্য এক রব।
বন্ধুত্ব এটাই, প্রেমের রঙ মিশে,
সাত নয় বাংলাদেশ—হৃদয়কেই শিখায় কীসে।

এ বন্ধন হোক অমর, চিরন্তন,
তোমাদের হৃদয়ে হোক ভালোবাসারই লেনদেন।
তোমাদের তরে নাসির—এই হৃদয়ের গান,
তোমাদের সকলকে জানাই অগাধ ভালোবাসা আর সম্মান।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।