একাকী যাত্রা
- মোঃ নাসির উদ্দীন

বন্ধুরা সব আসবে তখন, বিষাদের নানা প্রশ্ন নিয়ে,
নিরুত্তর থাকবো শুয়ে আমি, বালিশবিহীন শিয়রে।
ঠোঁট নাড়ানোর শক্তি রবে না, শুধু দেখবে নীরবতা,
ফুরিয়ে গেছে দেহের বাঁধন, শেষ হয়েছে সব কথা।

আপন যারা, ভালোবাসার টানে, তারা এসে সেদিন,
সাজিয়ে দেবে আমায় যতনে, পরাবে নতুন বেশ, চির-নিদ্রাহীন।
যে দেহটা ছিল পরিচিত, প্রিয়, তা হবে নতুন এক মূর্তি,
যেন শেষবারের মতো সেজে ওঠা, এ জগৎ থেকে অব্যাহতি।

টিকিট ছাড়া উঠবো শেষে, ইঞ্জিন ছাড়া সেই গাড়িতে,
নেই কোনো পথ, নেই কোনো গন্তব্য, শুধু চলে যাওয়া অসীমেতে।
কোলাহল থেমে যাবে সব, পিছুটান হবে শিথিল,
একাকী যাত্রা শুরু হবে, ভাঙবে এ দেহের মিছিল।

এই যাওয়া তো জীবনেরই অংশ, অনিবার্য এক সত্য,
কান্নার মাঝেও মিশে রবে, এক গভীর মহাপ্রসন্নতা।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।