ছলোনার বিচার নেই
- মোঃ নাসির উদ্দীন

খুনের মামলা, তার বিচার হয়, সে তো সবার জানা,
আদালতে বিচারপতি দেয় খুনির ফাঁসির রায় ঘোষণা।
কিন্তু এক খুন আছে, যার রক্ত ঝরে না মাটিতে,
প্রেমের অভিনয় করে যে খুন করে এই অন্তরটিকে।

সেই মেয়ের বিচার কোথায়? কোন সে আদালত তার?
মিষ্টি হাসির আড়ালে লুকানো যে সর্বনাশ আর হাহাকার!
মিষ্টি মুখের মিষ্টি কথায়, মন ভুলায় সে মায়াজাল বুনে,
বলেছিল, 'তোমায় নিয়ে বাঁধব গো সুখের ঘর এই ভুবনে।'

আমার বুকে মাথা রেখে কত স্বপ্ন আঁকা,
বলতো সেথায় কি যে সুখ, যেন স্বর্গ হয়ে থাকা।
দিবানিশি তোরে বন্ধু কাছে চাই—এই ছিল তার রব,
তার লাগি বেচে দিলাম ভিটা-মাটি, হারিয়ে দিলাম সব।

জানিনা সে কেমন করে ভাঙলো এ অন্তরের বাঁধন,
আমায় ফেলে পরের ঘরে সাজালো সে নতুন জীবন।
সব হারালাম আমি তার ছলোনায় ভুলিয়া,
আমার সর্বনাশ করে সে হাসে সুখের প্রদীপ জ্বালিয়া।

এই অন্তর-খুনের বিচার কোথায়, কে দেবে তার শাস্তি?
ভালোবাসা মরে গেলে, কেবলই কাঁদে এই হতাশা বস্তি।
ফাঁসি হয় না, জেল হয় না এই প্রতারণার দণ্ড,
ভেঙে যাওয়া হৃদয় শুধু বয়ে বেড়ায় যন্ত্রণা অখন্ড।

বিচার শুধু বিধাতার হাতে, সেই আদালতের অপেক্ষায়,
যেখানে ছলোনার শেষ, প্রেমের অমর্যাদা কান্না হয়ে রয়।


৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।