সৃষ্টির সৌন্দর্যে প্রভুর মহিমা”
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সৃষ্টির সৌন্দর্যে প্রভুর মহিমা”
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট কাপাসিয়া গাজীপুর।
****************************************
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
১
হে আল্লাহ্, তুমি মহান, অনন্ত করুণাময়,
সূর্যের কিরণে জাগে জীবন, প্রভাত হয় উদ্ভাসিতময়।
চাঁদের রুপালি হাসি বলে—“তুমি দয়াময়”,
তারার ঝিলিক জানায়—“তুমি অশেষ মহিমাময়।”
২
বাতাসের মিষ্টি ছোঁয়া, ফুলের মধুর ঘ্রাণ,
তোমার রহমতে রাঙে ধরায় শান্তির গান।
নদীর কলতান বাজে, সাগরের তরঙ্গ টানে,
তোমারই মহিমা গেয়ে ওঠে সব প্রাণে প্রাণে।
৩
আল্লাহু আকবার—পর্বত দাঁড়ায় দৃঢ়তায়,
আকাশ গম্ভীর, মেঘ ভেসে যায় মহিমায়।
শিশির ঝরে কণায় কণায়, কূজন করে পাখি,
সব সৃষ্টির রঙে রঙে তোমার জ্যোতি আঁকি।
৪
তুমি দাও বৃষ্টি, দোলে শস্য শ্যামল মাঠে,
তুমি দাও রুটি, তৃপ্তি মেশে প্রতিটি আহারে।
তুমি আর-রহমান, অশেষ দয়া করো,
তুমি আর-রহীম, বান্দার গুনাহ ক্ষমা করো।
৫
হে রব, তুমি ছাড়া নেই কোনো উপাস্য আর,
তুমি ছাড়া নেই করুণা, নেই আশার পার।
লা ইলাহা ইল্লাল্লাহ—তুমি এক, অদ্বিতীয়,
তোমার নামেই শান্তি মেলে, হৃদয় হয় পরিতৃপ্ত নিরন্তর।
৬
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
-------------------------------------------------------
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।