ন্যায়বিচার (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ন্যায়বিচার (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট.কাপাসিয়া,গাজীপুর
********************************************

হে রব্বুল আলামিন!
হেদায়াত দাও, ন্যায় প্রদর্শন করো,
হৃদয়ে জ্বালো নূর, সত্যের আলো ছড়াও।


ওহে করিম! বুকের অন্তরে জ্বলো দীপ আলোর,
ফযলতের স্রোতে ভাসাও আমাদের, করো হৃদয় সিক্ত।
রমযানীর অমৃত ঢালাও, রহমতের গান ছড়াও,
ভুলের বোঝা হ্রাস করো, করুণা দিয়ে আচ্ছাদন করো।

কোরাস (মধ্যম তালে, উদ্দীপক):
হে রব্বুল আলামিন!
ন্যায় প্রদর্শন করো, করিমা দাও।
হৃদয়ে জ্বালো নূর, হেদায়াত ছড়াও।

স্তবক ২:
ন্যায়ের পতাকা উঁচু করো, দাও বান্দার দিশা,
সত্যের বাতিঘরে জ্বলো অম্লান আলো।
অবিচল ন্যায়পরায়ণতা, দূর কর দুঃখের ছায়া,
অপকারীকে শিক্ষা দাও, ভ্রান্তকে দেখাও সঠিক পথ।

কোরাস (উচ্চ তালে, আবেগময়):
হে রব্বুল আলামিন!
ন্যায় প্রদর্শন করো, করিমা দাও।
হৃদয়ে জ্বালো নূর, হেদায়াত ছড়াও।

ক্ষমার স্রোতে বয়ে আসে শান্তির ঢেউ,
দ্বন্দ্বের অন্ধকার কেটে যায় নূরের আলোতে।
ন্যায়ের তালে হেঁটে বান্দাদের হৃদয় হোক বলবান,
হে প্রভু! দাও ঈমানের ডানা, দাও পথচলার সঙ্গ।

হে রব্বুল আলামিন!
ন্যায় প্রদর্শন করো, করিমা দাও।
হৃদয়ে জ্বালো নূর, হেদায়াত ছড়াও।

স্তবক ৪:
করুণায় ভরে উঠুক দুনিয়ার প্রান্তর,
ক্ষমা ও ন্যায়ে ঝরে শান্তির বর্ষা।
হে মহান প্রভু! জাগাও আমাদের অন্তরে দীপ,
যাতে চলি সততার পথে, ন্যায়ের নূর দিয়ে পথ চলি।

হে রব্বুল আলামিন!
ন্যায় প্রদর্শন করো, করিমা দাও।
হৃদয়ে জ্বালো নূর, হেদায়াত ছড়াও।
সত্যের আলো ছড়াও!
সত্যের আলো ছড়াও!

-----------------------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।