বান্দার প্রতি ভালোবাসা (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বান্দার প্রতি ভালোবাসা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
******************************************************
আল্লাহ্র রহমত জাগায় প্রাণ,
মুহিব্বত-ইলাহী হৃদয়ে সমান।
ফিরিশতা গান গায়, বান্দার প্রতি মেহরবানী,
আল হক্ক, আল হাফিজ—প্রাণে বাজে ধ্বনি।
হায়াত-এ-দুনিয়া ক্ষণস্থায়ী,
তবু তোর রহিম দয়া চিরন্তন।
নামাজের সুরে, দোয়ার ঝঙ্কারে,
হৃদয় খুঁজে পায় শান্তি সালাম।
বান্দার প্রতি তোর মেহরবানী,
অমিয় স্নেহে জীবন হয়ে ওঠে জয়।
বিদ্রোহী সুরে, ঝড় বয়ে যায়,
হৃদয় বিদীর্ণ হলেও, আশা জাগে ইলাহী নামে।
আল্লাহ্র রহমত জাগায় প্রাণ,
মুহিব্বত-ইলাহী হৃদয়ে সমান।
ফিরিশতা গান গায়, বান্দার প্রতি মেহরবানী,
আল হক্ক, আল হাফিজ—প্রাণে বাজে ধ্বনি।
ইলাহী, তোর ছায়ায় দয়া ভুলে যাই,
অমিয় মেহর বান্দার জীবন হয়ে ওঠে শান্তি।
কুরআনের ছন্দে, ফেরেশতাদের সাথে,
হৃদয় হয়ে ওঠে স্বর্গীয়, আলোর পথে জাগ্রত।
হৃদয়রবী শব্দে তোর নাম উচ্চারিত হোক,
বান্দার প্রতি ভালোবাসা হোক অমর ইলাহী।
আল্লাহ্, মেহরবান, রহিম মিলিত সুরে,
হামদ হোক চিরন্তন, প্রীতির আলোয় উদ্ভাসিত।
----------------------------------------------
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।