তাওহীদের সুরে (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তাওহীদের সুরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************************(
আল্লাহ্‌, তুই ওয়াহিদ,      
তোর নামে জাগে প্রাণ, ভরে নূর।
আল্লাহ্‌, তুই রহমান,
তাওহীদের সুরে ভরে হৃদয় সারা।


রহমতের ঝরণা ছড়ায় চারপাশে,
তুই হাজির, সর্বদা উপস্থিত।
নিশ্চল হৃদয় কাঁপে, বলি বারবার,
“সুবহানাল্লাহ”, মধুর গানের ছন্দে।

(স্তবক ২)
সৃষ্টির সৌন্দর্যে, হক্কের ছোঁয়া,
প্রকৃতির রূপে, ফালাহের বার্তা।
তোর তাওহীদেই জীবন, তোর তাওহীদেই শান্তি,
হৃদয় গায় বারবার, দিনরাত আল্লাহ্‌ বলে।


তোর জালাল এবং করামতের ছায়ায়,
প্রাণের গভীরে জন্ম নেয় ইমান।
তুই মাকসুদ আমার,
নূর, রহমত, বারকত ভরে আমার জীবন।


তুই রহিম, তুই গাফুর,
আমার দোয়া কবুল কর, হেদায়াত দাও।
সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ,
প্রাণে জন্ম নেয় বিশ্বাস, ভরে যায় আনন্দ।

আল্লাহ্‌, তুই ওয়াহিদ,
তোর নামে জাগে প্রাণ, ভরে নূর।
আল্লাহ্‌, তুই রহমান,
তাওহীদের সুরে ভরে হৃদয় সারা।
--------------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।