কোরআনের আলো (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কোরআনের আলো (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
ওহে রব্বুল আলামিন, তুমি নূরে হক্,
কোরআনের কালামে মজিদ — দুনিয়ার শরক।
আয়াতুল কুরসি, সূরা ইয়াসীন—
শোনে বান্দা মুকাম্মাল হয় ঈমান-দিল নাজরিন।
তুমি রাহমান, রাহীম, মালিকুল ইয়াওম,
ক্বাদীর, ক্বাহ্হার, জালিল, আজীম।
তোর সিফাতুল্লাহ জ্বলে নূরের প্রদীপ,
আসমান-ও-যমিন হয় আলোয় রঙিন।
তুমি দিলে নূরে হেদায়েত, ফুরকান শরীফ,
মুছে দিলে কুফ্রের আঁধার, বাতিলের সীফ।
তাওহীদে খোদা বাজে লা ইলাহার গান,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ— নূরের সুলতান।
ওহে হাফিয, গফ্ফার, সামি ও বাসির,
তুই আলিমুল গায়েব, ক্বাদির কদির।
মুহব্বতে ইলাহী, ইশ্কে খোদা,
বান্দার প্রাণ গেয়ে উঠে— "ইয়া আল্লাহ! ইয়া খোদা!"
রহমতের বৃষ্টি, বরকতের সমীর,
নামল কোরআন হয়ে শিফায় শামির।
হাকিকত-এ কালাম, তোরই নূরের নূর,
তোরি দয়ার সাগরে খুঁজে পায় মজলুম সুর।
ওহে আল্লাহ, তুমি কুদ্দুস, সালাম,
মালিকুল মুল্ক, নূরে ইমাম।
কোরআন তোর নাজিলে ফুরকান,
মুক্তির পথ— দুনিয়া আখেরাতে প্রাণ।
-------------------------------------------------
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।