নামাজের সুরে (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নামাজের সুরে (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

আল্লাহু আকবার, রাহমানু রাহীম,
হৃদয়ের গহীনে জ্বালো ইমান, তাওহীদী লীম।

সুবহে ফজর, মাগরিবের শাম,
প্রাণ ভরে করি সালাত, দোয়া ইলাহি কাম।

তাকবীর, তাশহীদ, নামাজে হৃদয় মগ্ন,
রক্বা, সুজুদ, আল্লাহর দিকে মন পবিত্র ও স্নিগ্ধ।

ইলাহি, হিদায়াত দাও, রহমত বরসাও,
লহজা মধুরি গাই, আল্লাহ, তুমি রহমতপুর, আামিন আামিন।

ফারসি লহজা, ভরে দাও অন্তরের সুর,
নামাযে ভক্তি, প্রেমের আলোর পুর।

আল্লাহ, নামাজ আমার ইমানের প্রীতি,
দূর কর অজ্ঞতা, দাও শান্তি ও দয়ার নীতি।

আল্লাহু আকবার, সালাম দিয়ে শেষ,
আল্লাহর নামে ভাসুক জীবনের প্রতিটি প্রবাহেশ।
-----------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।