ইমানের নূর (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ইমানের নূর (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************************
ওহে রব, তুমিই আল্লাহ,
আমার ইমানের নূর, হোক আল্লাহর দয়া।
রাহমান, রাহীম, দয়াময়, জব্বার,
সব সৃষ্টির প্রভু, হাইরুল মুবীন আমাদের সাথার।
আল্লাহু আকবার, লাব্বাইক, হায় লাব্বাইক!
আমার মন, আমার গান, সবই তুমিই ডাক।
হায়াত দাও তাওহীদের পথে,
সত্যের আলো ছড়াক সবকাছে।
আমার জীবন হোক তুমিই আলোর দিশা,
হোক সব দোয়া, সব গান, শুধু আল্লাহর আশা।
আল্লাহু আকবার, লাব্বাইক, হায় লাব্বাইক!
আমার মন, আমার গান, সবই তুমিই ডাক।
ইমানের ঝড়ে ভাসুক প্রাণ,
আল্লাহর রহমত, করুণা হোক প্রাণের মান।
আমার মন, আমার হাত, আমার গান,
সবই দাও শুধু তোমারই নামে, হোক আল্লাহর প্রভা মহান।
আল্লাহু আকবার, লাব্বাইক, হায় লাব্বাইক!
আমার মন, আমার গান, সবই তুমিই ডাক।
-------------------------------------------------------------
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।