বাংলা আমার প্রাণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বাংলা আমার প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
বাংলা আমার, সবুজ মাঠে হাসি,
নদী-খাতি, পাহাড়ে ঝরে আলো ভাসি।
চাঁদ-সূর্যের আলোয় ভরে প্রাণ,
বন্ধু সবাই মিলে গাই দেশপ্রেমের গান।
ফুলে, পাখিতে, বাতাসে বাজে সুর,
সবাই মিলে দেশকে করি আমরা ভুর।
স্বাধীনতার লড়াই, সাহসী মানুষের গল্প,
বাংলার মাটি, হৃদয়ে রাখি সবসময় অভিসপ্ত।
হাত ধরে আমরা একসাথে চলি,
দেশের জন্য মন দিয়ে গান গাই সবে মিলে।
নদী, পাহাড়, আকাশ, ফুল সবই সুন্দর,
বাংলা আমার, প্রাণের দেশ, চিরন্তন ধন।
আজ আমরা গাই আনন্দে, খুশির ঢেউয়ে ভাসি,
বন্ধু সবাই মিলে দেশপ্রেমের গান বাজাই।
বাংলা আমার, সোনার দেশ চিরন্তন,
হৃদয়ে রবে তোমার প্রেম, জীবন জুড়ে চিরদিন।
-----------------------------------------------------
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।