চুলকানি
- সৌম্যকান্তি চক্রবর্তী
যখনই আমি পায়ের নিচে
ফোড়াখানি চুলকালাম ,
রক্তারক্তি হয়ে ঘরে
বেঁধে গেল তুলকালাম ।
সহ্য করে ব্যথা আমার
রক্ত যতই ধুয়ে ফেলি ,
রুধির রঙে লিপ্ত হয়েই
হয় যেন ভাই রক্তবলি ।
চুলকানিটাই আসল শমন,
করি এখন বোধগমন।
চুলকে চুলকে দেশের মানুষ
একে অন্যের শত্রু হল ,
শত্রুতাতেই একটা দেশের
তিন তিনটে টুকরো হল ।
তাই বলি ভাই এই বেলা আজ
চুলকানিটার মলম কেনো ।
রক্ত গঙ্গা থামবে এবার
এই গরিবের কথা মেনো।
০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।