হাত কড়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হাত কড়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে শাসক! শুন বজ্রধ্বনি—
এ হাত কড়া মরণ নয়, বিদ্রোহের জ্বালা!
শৃঙ্খল ভাঙার মন্ত্রণা, আগ্নেয় গর্জন,
রক্তের প্রদীপে জ্বলে স্বাধীনতার জ্বালা!

মৃত দেহ নয়—এ শিখা অমর,
এ দীপ্তি কাঁপায় তোমার সিংহাসন।
এ হাত কড়া ঝনঝন বাজে,
দানবের মুকুট ভেঙে করুক চূর্ণনাশন!

আজ জনতার নেতার পাকড়াও?
হে দুঃশাসক! তোর হিংস্র অমানবতা
ইতিহাসের অগ্নিকুণ্ডে দগ্ধ হবে,
বিচার মঞ্চে তোর অহংকার ছাই হয়ে যাবে!

শোনো!
তোর দুর্গ ভাঙছে, প্রাসাদের স্তম্ভ নড়ছে,
তোর রাজসিংহাসন বিদ্যুৎ চমকে দুলছে—
আজ যদি সংশোধন না হও,
এই হাত কড়া তোর বুক বিদীর্ণ করবে,
এই হাত কড়া তোর কপালে রক্তাক্ষরে লিখবে—
“দেশ বিক্রেতা, বিশ্বাসঘাতক, দানব!”

হে জনতা! উঠো আজ বজ্রকণ্ঠে,
তোর বুকে লুকিয়ে রাখিস না ক্রোধ—
বজ্র মিছিলে রণতূর্য বাজাও,
ধ্বংস করো ত্রাসরাজ্য, রক্তে রাঙাও শৃঙ্খল!

হে শাসক—
তোর গর্ব মিথ্যা, তোর কূটনীতি অন্ধকার,
এ দেশ তোর খেলার মাঠ নয়,
এ ভূমি জনতার বজ্রগান!
তোর তখ্‌ত ভাঙবে, তোর কবর হবে
বিশ্বাসঘাতকতার স্মারক!

আমার বাক্য—অগ্নিস্ফুলিঙ্গ,
তোর তর্ক—তুচ্ছ প্রলাপ!
ইতিহাস তোরে আবার দাঁড় করাবে—
মানুষের বিচারের কাঠগড়ায়!

অবিচল অশ্বারোহী জনতা—
কাঁধে রোষ, মুখে বজ্র, চোখে সূর্যের দীপ্তি,
তোর ক্ষমতার প্রদীপ নিভে যাবে।
আর যদি সংশোধন না হও—
এই হাত কড়া তোর রাজমুকুট ভেঙে
মাটির তলায় কবর দেবে তোর দম্ভকে!
-----------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।