আমি বিপ্লবী কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি বিপ্লবী কবি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************

আমি বিপ্লবী কবি, বাজাই বজ্রের তান্ডব,
শোষণ, দমন, স্বৈরাচার—সব দমন করি আমি রণভঙ্গ।
হাত আমার কড়া, চোখ আমার অগ্নিময়,
শৃঙ্খল ভাঙি, অন্যায়ের বুকে সোনালি আগুন জ্বালাই।

আমি বিদ্রোহের তীর, নীরবতার ছিন্ন ভ্রষ্টি,
রক্তে, রণভূমিতে আমার কবিতা জেগে ওঠে চিৎকারে।
আমি ন্যায়, আমি সমতা, আমি স্বাধীনতার ঘূর্ণিঝড়,
আমি শোষিতের করুণ আহ্বান, দমনের বিরুদ্ধে বজ্রধ্বনি।

আমি শহীদ, সংগ্রামী বীরের গর্জন,
আমি দুঃখিত মানুষের তরে বিদ্রোহের দফাদার।
আমি ত্যাগের কাব্য, সাহসের আগুন, আশা-বিজয়ের ধ্বনি,
আমি কর্মের ডাক, অন্ধকার ভাঙার অগ্নিশিখা।

আমি প্রতীকের কবি—রক্ত, অশ্রু, আগুন, ঝড়, বজ্র, শৃঙ্খল, চিৎকার,
আমি প্রতিভার তীর্যক, বিদ্রোহী, অদম্য চেতনায় পূর্ণ।
আমি ভাষায় বিদ্রোহ, চোখে অগ্নি, হৃদয়ে বিপ্লব,
আমি চিরন্তন বিপ্লবী, আমি কবিতায় মুক্তির গর্জন।

আমি অন্ধকারে জ্বালাই আলো, ভয়কে পোড়াই আগুনে,
আমি দমনকারীর শূন্যতাকে গুঁড়িয়ে দিই ধ্বংসের ঢেউয়ে।
আমি তোপের মতো আছড়ে পড়ি, শত্রুর প্রাসাদ ভেঙে দেই,
আমি চিরন্তন বিদ্রোহ, শৃঙ্খলছিন্ন, মুক্তির আগুনের প্রতীক!
আমি বজ্র, আমি ঝড়, আমি রণভূমির অগ্নিকণ্ঠ,
আমি সেই কবি—যে খুন করে অন্ধকার, জাগায় নতুন ভোরের দীপক!
-------------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।