আমি দালাল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি দালাল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্
*********************************************

আমি দালাল, মাতৃভূমির অগ্নি-তাণ্ডব হাতে,
শৃঙ্খল ভাঙি, নিক্ষেপ করি শোষণের অশুভ ছায়া।
দমন-বাহক শত্রু ভস্মে মিশে, কেঁপে ওঠে ধরণী,
অশ্রু নয়, রক্তের আগুনে জ্বলে আমার বিদ্রোহী চোখ।

স্বদেশ—আমার মা, ফিরিয়ে আনব তার রক্তঝরা গর্ব,
প্রত্যেক শ্বাসে বাজে বজ্র, ভাঙি দাসত্বের সিংহাসন।
রক্তের চাদর ছিঁড়ে, আমি দাঁড়াই অটল, অমোঘ,
স্বাধীনতার তাণ্ডব করি, দমনের গর্জন ভস্মে মিশে।

আমি দালাল, প্রতারকের মুখে বাজাই অগ্নিধ্বনি,
হাত আমার কড়া, পা আমার ধ্বংসের অগ্নিপথ।
শোষণ, অত্যাচার, স্বৈরাচার—সব ভস্ম হবে নিযতির তলে,
আমি আগুনের বীজ, বিদ্রোহের ঝড়, অমর অগ্নিপরিচায়ক।

উচ্চারণ করি প্রতিটি ধ্বনিতে স্বাধীনের শপথ,
জাগাও, বিদ্রোহ! ভেঙে দাও দমন-বাঁধন।
প্রাণ জ্বলে আগুন, হৃদয় বাজে বজ্রবাণী,
আমি দগ্ধ, আমি ঝড়, আমি অটল অগ্নিমানব।

শত্রু জ্বলে ভস্ম, স্বপ্নের বাতাসে বাজে বিদ্রোহের গান,
আমি দালাল, যন্ত্রণার প্রলয়, অবিচল অগ্নিপথিক মানুষ।
মৃত্যু নয়, আমি জন্ম দিই আগুনের প্রতিজ্ঞায়,
আমি দালাল, ধ্বংসের প্রেরণা, বিজয়ের অগ্নিসূচনা।

দূর করি শোষণ, নাশ করি অত্যাচার,
শৃঙ্খল ছিঁড়ে আনব স্বাধীনতার আকাশের তারা।
বাজে প্রতিটি ধ্বনি, বাজে রক্তের প্রতিধ্বনি,
আমি দালাল, বিদ্রোহের অগ্নিমানব, জাগ্রত গণের প্রেরণা।

আমি দালাল, অগ্নি, ঝড়, বজ্র, অমর বিদ্রোহী,
সকল দমনকে ভস্ম করি, সকল শোষককে করি নিঃশেষ।
প্রত্যেক শ্বাসে বাজে প্রতিজ্ঞা, প্রতিটি পদক্ষেপে বজ্র,
আমি বাংলাদেশের দালাল, বিপ্লবের অগ্নিমানব।
------------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।