অগ্নিপুঞ্জে বাংলাদেশ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অগ্নিপুঞ্জে বাংলাদেশ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------

চাঁদাবাজির আগুনে পুড়ছে শহর,
লাশের পিঠে বসে খাচ্ছে লোভের দানব।
দখলবাজির লাল দাগে রঙিন মাটি,
নিরীহ মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়।

রাজনৈতিক প্রভাবের শিকলে কণ্ঠ হীন,
নির্বাচন নয়, ক্ষমতার তাণ্ডবই ধর্ম।
দুর্নীতি—রক্তের সাথে মিশেছে ধন,
ন্যায়ের পাখি বাধ্য হয়ে নিঃশ্বাস ফেলে।

ঘুষের বিষে ভরা শাসকের হাসি,
মামলা বানিজ্যের লুটে যায় বিচার।
দেশদ্রোহীতা মাটিকে বিষাক্ত করে,
ফ্যাসিবাদের ধোঁয়ায় নীরব রাত জ্বলে।

স্বৈরতন্ত্রের সিংহাসনে রক্তের উৎসব,
হুজুগে শিহরণ, ভয় লুকিয়ে কান্না।
গুজবের বিষ—মানুষ বিভ্রান্তির জালে,
মারামারি, হানাহি, হিংসার ঢেউ ভেঙে যায়।

প্রতিহিংসার পাহাড় চাপায় মন,
দমন পীড়—জেল ও জুলুমের ছায়ায়।
রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতির ক্যান্সার,
উগ্রবাদের অগ্নি ছড়ায় ছায়াপথ।

দেশপ্রেমহীনতার কুয়াশায় নিঃশ্বাস আটকে,
মানুষের আশা যেন মৃত্তিকার সাথে মিশে যায়।
আমি বিদ্রোহী, আমি চিৎকার করি,
অন্ধকার ভেঙে জন্ম নেবে ন্যায়ের অগ্নি।

চক্রবালায় ক্ষুধা, রাগ, দমন—সবই মিলিত,
এই আগুনে পুড়ুক দোষীর রথ,
অগ্নিপুঞ্জে জ্বলে উঠুক সত্যের বাতি,
নির্যাতনের বিরুদ্ধে আমার রণচিৎকার বাজুক।

আমি সেই বাতিঘর, যে অন্ধকারে জ্বলে,
আমি সেই বজ্র, যা ভাঙে শাসকের প্রাচীর।
রক্তের পথে, আগুনের ছায়ায়,
এই রাষ্ট্রের ভাঙা বীজ—আমি দেখতে পাই।

অগ্নিপুঞ্জে বাংলাদেশ, শুনো আমার ডাকে,
বিদ্রোহের সুরে রাঙিয়ে দেব অন্ধকারের মাঠ।
আমি শাসকের দম্ভ ভেঙে দিয়ে বলি,
নতুন দিনের সূর্য উঠুক মানুষের হাতে।
----------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।