অবুঝ প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অবুঝ প্রেম
-কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

যখন তুমি বুঝলে প্রেমের মহত্ত্ব,
আমি ঝরে গেলাম বেদনার নোলা জলে;
শীতের হাওয়ায় ঝরা পাতা যেমন
একাকী ভেসে যায় নিস্তব্ধ নদীর তলে।

চাঁদ তখনও ছিল, কাশফুলের মাঠে,
পাখিরা থেমে গিয়েছিল নীরব বিকেলে—
আমার চোখে তোমার আলো ছিল,
কিন্তু তোমার চোখে ছিল না আমার নীল আকাশের মানে।

তুমি যখন খুঁজলে ভালোবাসার ভাষা,
আমি তখন হারালাম গোধূলির আলোর রেশে।
বনমহলের নিঃসঙ্গতা আর নদীর কুয়াশায়
আমার বুকের শব্দ মিলিয়ে গেল কাকের ডাকে।

অবুঝ প্রেমের ব্যথা—পাতায় পাতায় ঝরে,
ঘাসের আর্দ্রতায়, পাখির পরিযানে;
যখন তুমি জানলে হৃদয়ের গভীরতা,
আমি তখন ঝরে গেলাম স্মৃতির অন্তিম খেয়ায়।

তবু বাতাসে তোমার স্পর্শ রয়ে গেছে,
তবু কুয়াশায় তোমার ছায়া ভেসে যায়।
প্রকৃতির অন্ধকারে এ প্রেম নিঃশব্দ,
অবুঝ হলেও—চিরকালীন, অমলিন,
যেমন নদীর তীরে শেষ আলোয় ঝরে পড়া পাতা।
---------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।