লক্ষ্য যদি থাকে অটুট
- মোঃ আমিনুল এহছান মোল্লা

লক্ষ্য যদি থাকে অটুট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

লক্ষ্য যদি থাকে অটুট, হে বীর,
নিন্দুকেরা বলুক যাই, যতই সমালোচনা করুক।
তোর বুকে রাখিস ইমানের দীপ্তি,
তুই হারবি না কখনো, জ্বলে উঠুক তোর রূহের অগ্নি।

অন্ধকারের ঢেউ যতই আছড়ে পড়ুক,
তোর চোখে জ্বলে হক ও তাওহীদের আলো;
শব্দের শত্রুরা গর্জুক, তুই অদম্য,
হৃদয়ের আগুনে পুড়ুক তাদের দুশমনির কুপ্রকাশ।

সঙ্কটের ছায়া যতই ঘন হোক,
তুই পাথরের মতো দৃঢ় থাক, হে সাহসী বীর।
বিজয় তোরই হবে, হে বীর,
কারণ সাহসী মন কখনো নিস্তব্ধ হয় না।

নিন্দুকেরা হোক যতোই, তোর পাখা ছড়িয়ে
উড়ে চল, আকাশের অচেনা সীমা অতিক্রম কর;
স্বপ্নের অরণ্যে পৌঁছে যেও,
তোর কায়েদে নিক্কাত ও জওহরের বাতাসে মুখ ভিজিয়ে,
জয়ের গান গাইতে গাইতে।

বজ্রকণ্ঠ বিদ্রোহী লাইনসমূহ:
তুই বাজাও নাফাসের বজ্রধ্বনি, শত্রুদের ভয় দেখাই,
হৃদয়ে রাখিস জিহাদের শপথ, অদম্য তোর চেতনা;
বিপ্লবী তুফান উঠুক, দখল-দাবি ভস্ম কর,
ইমানের তেজে লিখে যাই তোর বিজয়ের কাহিনী।
--------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।