বিপ্লবী নেতা চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপ্লবী নেতা চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

আমি চাই সেই নেতাকে—
যিনি অন্ধকারে বজ্রের আলোর মতো জ্বলে,
শোষণ, দমন, দুর্নীতি—সব ভস্ম করে দেন!
অন্যায়ের শাসক যখন ঘুমায়,
সে দাঁড়ায়, চিৎকার করে, “নির্যাতন হোক না চিরদিন!”

আমি চাই সেই নেতাকে—
যিনি ন্যায়ের তলোয়ার উঁচু রাখেন,
অপরাধীর মুখে শাস্তির বজ্রধ্বনি বাজে।
যেখানে কেউ সাহস পায় না,
সেখানে সে শাসকের দম্ভ ভেঙে দেয়।

আমি চাই সেই নেতাকে—
যিনি দেশের মাটিকে বুকে নিয়ে বাঁচান,
জনতার কষ্ট, কান্না, আশা—সব তার কণ্ঠে বাজে।
দরিদ্র, নিপীড়িত, গরীব—তার জন্য সে রক্ত ঢালেন,
মানবতার প্রতি প্রেমই তার অস্ত্র।

আমি চাই সেই নেতাকে—
যিনি রাষ্ট্রের স্বার্থে ঝড়ের মতো যুদ্ধে নামেন,
যে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবে—আনতে হবে,
হোক মৃত্যু বা বিপদ, হোক আগুন বা বজ্রপাত,
সে উঁচু রাখে পতাকা, রক্তের বিনিময়ে হোক বা স্বপ্নে।

আমি চাই সেই নেতাকে—
যিনি মানবিক, তবে অদম্য, অমোঘ,
যুদ্ধ হলে ঝাঁপিয়ে পড়েন, ত্যাগে পৃথিবী গড়েন।
শত্রু ভয় পায়, বন্ধু উৎসাহ পায়,
সত্য, ন্যায়, এবং মানুষের মুক্তি—তার অস্ত্র।

আমি চাই সেই নেতাকে—
যিনি চরম সাহসে পথ দেখান,
অপরাজেয়, অদম্য, বজ্রধ্বনির মতো,
বিপ্লবের আগুনে ধরা!
তার পদধ্বনি শহীদদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়,
প্রাণের রক্তে রচিত হোক নতুন দিনের সূর্য।

হে জনতা! জাগো!
নেতার চাই নয় কেবল—নিজেই হও নেতা,
যে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবে—আনতে হবে আমাদেরই হাতে।
বজ্রের মতো সাহস, আগুনের মতো চেতনায়,
চল আমাদের ঝাঁপিয়ে পড়ার সময়,
বিপ্লবের রক্তে মুক্তির পতাকা উড়ুক চিরকাল!
------------------------------------------------------------


০১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।