অন্যায় হোক দণ্ডিত
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অন্যায় হোক দণ্ডিত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
উঠো—হে নিস্তব্ধ জনতা, কণ্ঠ হয়ো বজ্র, নয় ক্ষুদ্র দম,
বজ্রপাতের ছন্দে বলো—এবার না আর মিথ্যার গম!
মুখে না-রক্ত, হাতে না-অস্ত্র, কেবল সত্যের তেজ তরণী,
শপথ করি আমরা—আইনের অর্ন্ত্রে জাগুক ন্যায়ের কবরী।
হে শাসক, শোনো! তোমার মিথ্যা মূর্তি ভাঙবে কণ্ঠের আঘাতে,
কাগজে লেখা সত্যই হবে তলোয়ার, কঠোর হবে বিচার-রাতে।
না চাই আমরা দংশন, না খুঁজে প্রতিশোধবাণ—চাই শুধুই ন্যায়,
যেখানে খোঁজে প্রহসন, সেখানে বসবে আদালত-দীপের দ্যায়।
বজ্রকণ্ঠে গর্জে উঠি—ধিক্কার হোক ফ্যাসিবাদের ছায়া,
ধ্বংস নয়, সংশোধন চাই; তথাকথিত শক্তিকে দেব আমরা ভাষা।
সাক্ষ্য হাতে দাঁড়াও, কাগজে কাগজে রক্ত নয়—প্রমাণ ওঠুক উঁচু,
মিথ্যের রাজ শুরু হোক শেষ; আইনের পদ্ধতিতেই হোক বিচার-দ্রুৎচু।
উত্তাল হোক সঞ্জীবনী—অন্যায়ের গথা উন্মোচিত হোক,
চোখে চোখ রাখি আমরা—কোণের কথা কোণে লুকানো আর থাকুক না।
জোরে নয়, যুক্তিতে জয়ী হও; কুৎসিত দাওয়াই কেটে পড়ুক,
মানবতার পাদদেশে বাঁধা থেকে যাক সব নিষ্ঠুর কুঁচকে কুঁচকে ভাসুক।
তৃতীয় বাক্য: তুমি, আমি, সে—সবাই মিলে গাই ন্যায়ের গান,
ভাঙো শৃঙ্খল, কিন্তু রক্ত নয়—মাথায় রাখি মানবতা-মাণ।
বজ্র-গর্ভে শুনো শপথ—নঈয়া বিচার, ন্যায়ের অক্ষয় দীপ,
অন্যায়কের মুখে ইতিউতি হবে—আইনই চালক, আইনই সিপ।
হে জনতা! এবার কণ্ঠে কণ্ঠ মিলাও—সত্যের তাণ্ডবে দুর্জয়,
মিথ্যার খাঁজে নামবে বিচার, অগ্নি হবে ঐক্য-জয়ধ্বজ।
নাই তলোয়ার হাতে, নাই ধ্বংসের সুর—কেবল প্রামাণ্য পঞ্জি,
এই ধ্বনি শুনে কুৎসিততা লজ্জায় কুর্নিশ করবে নগর-মঞ্জি।
শেষে বলি—এ গান লেখা নয় মাত্র, শপথ হোক গৃহে-বাহিরে,
নির্যাতন-বার্তা ভাঙুক, হোক বিচার উচ্চস্থানে মিরে।
অপরাধ যতই বড়ো হোক, দিনের শেষে নাম হবে লেখা—
অন্যায় হোক দণ্ডিত, ন্যায় হোক চিরপ্রতিষ্ঠা, অমল-মেখা।
-------------------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।