শত্রুতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শত্রুতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
দেইলগাঁও দক্ষিণপাড়া চৌরাস্তার পাশে,
রাতের অন্ধকারে নিভৃতে ষড়যন্ত্র হাসে।
রাত দুটোর নিস্তব্ধতায় শয়তানের হাত,
ইসমাইলের হাইয়েসে জ্বলে উঠল অগ্নিঘাত।
চোখের সামনে ভস্ম হলো শ্রমিকের আশা,
রুটি-রুজির পথ গেল ছাই হয়ে নিঃশ্বাসা।
পরিবার আজ নিঃসহায়—
অন্নের থালা ভরে গেলো কান্নার স্রোতে,
এই দুঃখ, এই আগুন, থামবে না কোনো প্রহরে।
কে তারা? কারা এ আগুনে বুনে শত্রুতার জাল?
মানবতার বুকে আঘাত, হায়! ভাষা হয় নীরাল।
এ শুধু গাড়ি নয়—
জীবন-জীবিকার আলোকে করেছে ধ্বংস,
অসীম কষ্টে রক্ত-ঘামে গড়া পথ হলো নিস্তব্ধ।
শত্রুতা মানে অন্ধকার, হিংসার শয়তানী ছোবল,
এ আগুন নেভাতে হলে চাই সত্যের অগ্নিতরবল।
চাই ঐক্য, চাই প্রতিবাদ, চাই মানুষের মিছিল,
যেখানে অমানবতা হবে চূর্ণ, ন্যায় করবে স্থির।
হে সমাজ, জাগো আজ!
কান্নার সুর নয়—প্রতিবাদের বজ্র ধ্বনি তোলো,
শত্রুতার রাত ভেঙে আলো দাও আগামীর পথলো।
-----------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।