কুরুচিপূর্ণ ভাষা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কুরুচিপূর্ণ ভাষা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

শব্দে বজ্রধ্বনি, বুকে আগুনের আগ্রাসন জ্বলে,
মুখে হাসি, অন্তরে বিষ, ঘৃণার ঝড় ফোঁটে।
রাজনীতির মঞ্চে চক্রান্ত লুকায় শত্রুর হাসি,
কুরুচিপূর্ণ ভাষা ব্যক্তিত্বে শত্রু আনে—নভীনে আশিসি!

পথে পথে রক্তের ছায়া, শহর কেঁপে ওঠে,
দাঙ্গার হাহাকার, অশ্লীলতার ঝড় ভেসে যায়।
অপমানের ছায়ায় মানুষের হৃদয় ভাঙে,
শব্দে জন্মায় শত্রু—ব্যক্তিত্বে বিদ্রোহ জাগে।

কথা নয়, তাণ্ডব—বচনে ঝরছে বিষের ঝর্ণা,
বন্ধুর মুখেও আসে বিভ্রান্তি, ঘৃণার অর্ণা।
মুখে যে শব্দ পড়ে—সে আসে হিংসা, তর্ক, ক্রোধ,
কুরুচিপূর্ণ ভাষা ব্যক্তিত্বে শত্রু বেঁধে দেয় বড় ধোঁদ।

রাষ্ট্রের রীতি কাঁপে, সংস্কৃতির মূর্তি ছেঁকা,
সংঘাতের ঢেউ ভাঙে মানবতার খোঁজা।
বন্ধুত্বের দোর খুলে যায়, বিশ্বাসের বুনন ছিঁড়ে,
শব্দ যখন শত্রু—ব্যক্তিত্বে আসে কলঙ্কিত ধ্বনি।

দাঙ্গা, হাহাকার, বিদ্রোহ, অশ্লীলতার ঝড়,
সমাজের হৃদয় কেঁপে যায়, ন্যায় হারায় ভয়।
নৈতিকতার দীপ নিভে যায় অন্ধকারে,
মানবিক দর্শন ধ্বংস হয় অগ্নিকুণ্ডে।

তবু—এক ঝলক ভদ্রতা, এক দীপ সততা জাগে,
দৃঢ় বচন, বিনম্র মন—শব্দে ফেরায় ন্যায়ের ভাষ্য।
ভদ্রতার আলোর হাতে খুলে যায় বন্ধুর দুয়ারে সাজে,
কুরুচি ধুলোয় মিলায়—ব্যক্তিত্বে ফিরে আসে সাধে।

শব্দে বিদ্রোহ, বচনে বিপ্লব—নবজাগরণ সাজে,
কুরুচিপূর্ণ ভাষা থেমে গেলে শত্রু ফিরে যায় পালটে।
রাজনীতি—সমাজ—রাষ্ট্র—তিনকেই ধরে ন্যায়ের কাঁটায়,
ব্যক্তিত্বে শত্রু না রেখে, জাতি পায় নতুন বিজয়ের ছায়া।

শব্দের আগুনে ফেটে ওঠে অশ্লীলতার খোলস,
চেতনার ঢেউ ভাঙে, বিপ্লবের নৌকা যায় চলস।
কুরুচিপূর্ণ ভাষা ব্যক্তিত্বে শত্রু আনে বারবার,
সাহসী বচন জ্বালায় আলোর দীপ অন্ধকারে তার।

রাজনীতির চক্রান্ত, সামাজিক দাঙ্গা, অশ্রু, রাগ,
শব্দ যদি ঠিকভাবে না ব্যবহার হয়—শত্রু জন্মায় প্রভূত ভাগ।
কুরুচিপূর্ণ ভাষা থামাও, ছেড়ে দাও বিদ্রোহ,
ব্যক্তিত্বে শান্তি ফিরিয়ে আনে মানবতার শুভ প্রচারোহ।
**********************************************


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।