বেকারত্বের অভিশাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বেকারত্বের অভিশাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
হে শুনো, ওহে শুনো — রাজ্যের কাণ্ডারী,
চাকরি নেই, যুবকের আশা নিভে ফাড়ি।
হাতের শ্রম নিভে যায় শিকল বেঁধে,
স্বপ্নের গাছ ঝরে পড়ে অন্ধকারে।
অসংখ্য যুবক-যুবতী আত্মহত্যার পথে,
হতাশার ঢেউ দগ্ধ করে হৃদয় মাথে।
চুরি ডাকাতিতে যুবকরা জড়িয়ে পড়েছে,
অপরাধের ছায়া সমাজ ভেঙে গেছে।
মিল কারখানা বন্ধ, শ্রমিক অসন্তোষ,
হাতের শ্রম নিভে যায় ক্রন্দনের হোষ।
পরিবারের বন্ধন ভাঙছে, ফাটল ছড়াচ্ছে,
দারিদ্র্য ক্ষুধা ঘরে অশ্রুজলে বাজে।
সরকারি-বেসরকারি চাকুরি নেই কোথাও,
উৎপাদন স্তব্ধ, অর্থনীতি কাঁপছে দিশাও।
অবিচারে যুবক চুপচাপ থাকে না,
বিদ্রোহের শিখা জ্বলে হৃদয়ে অগ্নি সনা।
হৃদয় দগ্ধ, আত্মসম্মান নিভে গেছে,
হতাশার অন্ধকার যুবককে জড়িয়ে ধরেছে।
কিন্তু সংগ্রামের শিখায় আশা জ্বলে,
বাংলাদেশের যুবক ফিরে পাবে আলো ঝরে।
-------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।