অসৎ কর্মকর্তার দাপট
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অসৎ কর্মকর্তার দাপট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হে শুনো, হে শুনো — রাষ্ট্রের রন্ধে রন্ধে,
অসৎ কর্মকর্তার ছায়া, ঘুষ ছাড়া ফাইল খুলে না!
ক্ষমতার দাপটে হাঁটে, চোখে ভয়, মনে লোভ,
অত্যাচারে ভরে অফিস, মানুষ কেঁদে চিৎকারে মেশ।
দফতরের করিডর ভরে, কাগজের সমুদ্র ঘুরে,
ঘুষে মামলা হয়, ন্যায় নিস্তেজ, বিচার হারায় দিশা।
অশুভ আচরণে ভরে, হায়রানি ছড়ায় চারপাশে,
জনতার আশা ঝরে যায়, ন্যায় পথ অন্ধকারে।
রাজনৈতিক প্রভাব লেগে থাকে, দলিল বিক্রি বাজারে,
দফতর দখল, লোভ আর অহংকার, মানুষের জীবন খর্ব।
ভোটের খেলা, জোর ও হিংসা, ক্ষমতার প্রদর্শনী,
জনতার কান্না, চিৎকার, রাষ্ট্র নিশ্চুপ, চোখ মুদে চুপচাপ।
অধিকারীদের জুলুম, অত্যাচার, ন্যায়ের অবক্ষয়,
মানবতা হারে, দুঃখের স্রোত, অশ্রুতে ভিজে প্রাণ।
হে জনতা! চুপ করো না, রুখো এই অবিচার,
বিপ্লবের আগুন জ্বালো, ভেঙে দাও দূষিত দেওয়াল!
--------------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।