ঘুষ বাণিজ্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঘুষ বাণিজ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************************
ওহে শুনো, অধিকারহীন জনতার ডাক,
বাংলার অফিস আদালত—ঘুষের থাবায় ভাঙে সব বাক।
দুর্ণীতির মেলা, সত্য পদধূলিতে মিশে,
জনতার কান্না ঝরে, রক্তে হৃদয় ভিসে।
বিচারক অন্ধ, ন্যায়ের আলো চোখে নেই,
রাজনৈতিক প্রভাব ছড়ায় অন্ধকারের বেই।
রাষ্ট্র নিশ্চুপ, নীরবতার চাদর বিছানো,
শক্তিশালী যার, তারই সব সুখ পূর্ণানো।
ঘুষবাজারে নীতি মরেছে, আদর্শ হারায়,
নির্দোষের রক্তে লেখা যায় না কেউ যা খায়।
দরবারে, অফিসে, ঘুষ খায় সব নীতি,
সত্য আর ন্যায় পায় না কোনো ছীতি।
ভ্রষ্ট কর্মকর্তার দখল, লুটের রাজ্য খোলা,
জনতার স্বপ্নগুলো আগুনে জ্বলে, ধ্বংসের খোলা।
ওহে শুনো! বাংলার জনতা, জাগো, জ্বলো,
স্বাধীনতার ডাক, দুর্নীতিকে দাও বিদ্রোহ।
অধিকার যেন পায় মুক্তির বাতাস,
অন্ধকার যত ঘন, জ্বলে সেখানেও আশা।
ঘুষবাণিজ্যের থাবা কেটে ফেলা হবে একদিন,
ন্যায়ের ঝড় উঠবে, দমবে না কোনো দমন।
জনতার কান্না আর কষ্টের ধারা,
মুছে যাবে না, যতদিন বাঁচে এ ধারা।
উঠো, লড়ো, চিত্তে জ্বালো বিদ্রোহের প্রদীপ,
অসত্যকে চূর্ণ করো, দুর্নীতিকে দাও ধ্বংস-শীলীপ।
বঞ্চিতদের রক্তের বিন্দু হবে বিদ্রোহের সুর,
অসাধ্য লুটপাটের বিরুদ্ধে উঠবে ন্যায়ের দূর।
প্রতিটি শাসনাধীশকে তাড়াও তাদের খোঁজে,
সত্যের তরবারি ধরো, দুর্নীতিকে করো রোজে।
শক্তি, সাহস, কণ্ঠস্বর—হোক সব জাগ্রত,
অধিকারহীন জনতা হবে স্বাধীনতার প্রতীকত।
----------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।