প্রেমের শূন্যতায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমের শূন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
আজ তুমি প্রেমের শূন্যতায় আমাকেই ডাক,
হাওয়ার নীরবতায় ভেসে যায় হৃদয়ের বেদনাদাগ;
ঝরা পাতার আঙিনায়, শিশিরের আভা ফোটে
শুধু তোমার স্মৃতি, নিঃশব্দ, মৃদু আলোয়।
সেদিন তুমি চলে গেলে অচেনা পথে,
অপমানের শীতল ছোঁয়া ঝরেছে বুকের উপর;
আমি বসে আছি নদীর তীরে,
জলজ্যোতি ঝরে, শিউলির সুবাসে ভেসে।
চাঁদ অবাক রাতের আকাশে,
তোমার নাম ফিসফিস করে বাতাসে;
পাখির গান থেমে গেছে, কিন্তু হৃদয় still,
তবু প্রতিটি ঢেউ তোমার ডাক বহন করে।
ফুলেরা খোঁজে তোমার ছায়া,
বকুলের মৃদু সুবাসে লিখি আমি তোমার নাম;
গোধূলির আকাশে মিশে গেছে সব কোকিলের সুর,
বিরহের নিঃশব্দে শুধু তুমি—শুধু তুমি।
আজ তুমি প্রেমের শূন্যতায় আমাকেই খোঁজো,
আমি ঝরে পড়া পাতার মতো নীরব;
তুমি চলে গেলে, অথচ তোমার স্পর্শ
রইলো নদীর ঢেউ, বাতাসের কূটিনায়।
ওহে প্রিয়, প্রেম যদি নিস্তব্ধতায় থাকে,
আমি সেই নিস্তব্ধতা, জলজ্যোতির নরম আলো;
শূন্যতায় থেকেও তোমায় আঁকড়ে রাখি,
বিরহের বুকজুড়ে, নিঃশব্দের বুকে
আমার প্রেম বহে, নদীর মতো শান্ত, অনবরত।
----------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।