বিসমিল্লাহির রাহমানির রাহিম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
হে আল্লাহ, হে রহমতের শাহানশাহ, শোনো আমাদের বিদ্রোহী গীত!
হৃদয়ের অগ্নিপুঞ্জ জ্বলে উঠুক তোর নামধ্বনিতে,
সৃষ্টির প্রতিটি কোণে বাজুক তোর করুণা-স্বর।
হে দয়াময়, হে অশেষ রহমত,
অন্ধকার দুনিয়ায় আলো দাও, শোক-দুঃখের প্রাচীর ভাঙো।
আমরা তোরই পথে, অস্ত্র নয়, প্রেম আর ন্যায় নিয়ে,
বিপ্লবী চেতনায় উঁচু করি প্রতিটি পতাকা।
বিসমিল্লাহির রাহমানির রাহিম —
এই নামেই শুরু করি প্রতিটি যাত্রা, প্রতিটি প্রভাত।
হে রহমতের বাতি, হে করুণার মহাস্রোত,
আমাদের হৃদয় হয়ে উঠুক তোর আলোয় জ্বলন্ত।
হে মাহবুবী প্রভু, হে অশেষ কৃপাধর,
বিদ্রোহী আত্মা জাগুক তোর নামে,
অমৃত বার্ষী দয়া বয়ে যাক আমাদের মাঝে,
আমরা থাকি তোরই ন্যায্য পথে, চিরকাল অটল।
আল্লাহু আকবার! রহমানি রাহিম!
হৃদয় ঝংকার করুক, শ্বাসে বাজুক তোর গীত,
প্রেম, ন্যায়, ও বিদ্রোহের স্রোত বয়ে যাক সৃষ্টির পথে,
হে করুণার প্রভু, হে আল্লাহ, তোরই নামধ্বনিতে হোক চিরন্তন জয়!
---------------------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।