আলহামদু লিল্লাহ (হামদ)
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলহামদু লিল্লাহ (হামদ)
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন,
রহমান রহিমের করুণাময় করিম।
নূরের ফারসী শাফা’ত ঝরে হৃদয় তুমিই রহিম,
শাফকতের ছন্দে বাজে কুরআনের মধুর নূর-দ্বিম।

আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন,
আলহামদু লিল্লাহ, করুণার করিম।

রহমতের বাতাসে ভেসে আসে নূরানী সুর,
আলফাতার তেজে ঝলমল করে আকাশের নীল নূর।
প্রকৃতির কোণে বাজে সব প্রাণের ধ্রুব-গুরু,
আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন—হৃদয়ে শান্তির দূর।

আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন,
আলহামদু লিল্লাহ, করুণার করিম।

মহাসাগর, পাহাড়, বন-জঙ্গল সব কুঞ্জে,
নূরের ঝলকে ভরে ওঠে প্রাণের সুরঞ্জে।
জীবনের পথে আল্লাহর রহমত দেখিয়ে চলে,
আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন—হৃদয়ে শান্তির রঙিন ঢালে।

শেষ কোরাস (মঞ্চে সবাই একসাথে):
আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন,
আলহামদু লিল্লাহ, করুণার করিম।
আলহামদু লিল্লাহ, আলহামদু লিল্লাহ,
রব্বিল আ’লামিন, করুণার করিম।
--------------------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।