শাসকের জুলুম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শাসকের জুলুম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************
শাসকের হাতে ভেঙে যায় জীবনবান্ধন
জনতার চোখে ভেসে যায় রাতের অন্ধকারধন
দণ্ড ও যন্ত্রণা জুড়ে তাণ্ডব করে বাতাস
অধিকারহীন মানুষের মনে জাগে ব্যথার ব্যাস
আলহামদু লিল্লাহ, সত্যের জ্বালা নিবারণ
জনতার কণ্ঠে উঠুক বিজয়ের গান
মধ্যবর্তী স্তবক (মৃদু ধীরে, শেষের দিকে ধীর-উচ্চ)
আদালত নিঃশব্দ, ন্যায়ের কাঠামো ভেঙে গেছে
দূর্বল জনতা চায় শুধু মুক্তির রঙে গেছে
চাঁদাবাজি, লুটতরাজ, খুন-নৃশংসতার খেলা
শাসকের জুলুমে জ্বলে জনতার হৃদয়-বিস্ময় বেলা
শহর-গ্রাম, বন-জঙ্গল, সবই শোক-ধ্বনি
নিঃস্ব মানুষ বলে যায়, “কোথায় আছে ন্যায়ের প্রতিধ্বনি?”
আলহামদু লিল্লাহ, সত্যের জ্বালা নিবারণ
জনতার কণ্ঠে উঠুক বিজয়ের গান
হে শোনো, প্রিয় মানুষের সুর, জাগাও বীরের ধ্বনি
অন্যায়ের বিরুদ্ধে বলো সত্যের অনন্ত বন্দনাধ্বনি
অধিকারহীন জনতা চায় ন্যায়ের দীপ
শাসকের জুলুমে ঢেকে গেছে মুক্তির নীল নীড়ের দীপ
দূর হোক অন্যায়, জাগুক সত্যের আলো
হৃদয়ে জ্বলে সবত্রে ন্যায়ের শিখা, করুণার শোভা
অন্যায়ের চাপে নষ্ট হয় আশার বাতাস
তবু জাগে জনতার সাহস, ভেঙে যায় অন্ধকারের জালাস
নিশ্চুপ রাষ্ট্র দেখে শুধু অমীমাংসিত মামলা
জনতার কান্না ভেসে যায় দূর পাহাড়ের চূড়া বালা
শাসকের হাতে নয়, থাকবে শুধু শাসনপ্রণালী
ন্যায়ের আলোয় ভরে উঠুক মানুষের জীবনের সিঁড়ি
জনতার কণ্ঠে উঠুক চিৎকার, সত্যের ধ্বনি
অন্যায়ের বিরুদ্ধে বাজুক হৃদয়ের অনন্ত বাণী
হে শোনো, প্রিয় মানুষের সুর, জাগাও বীরের ধ্বনি
অন্যায়ের বিরুদ্ধে বলো সত্যের অনন্ত বন্দনাধ্বনি
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।