আল-উস্তাদুল আজীম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আল-উস্তাদুল আজীম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*************************************

হে আল-মুরসাল, হে আল-হাকীম,
তোমার নূরানী পথ প্রদর্শক, আল-উস্তাদুল আজীম।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার গর্ব, কাপাসিয়ার রত্ন,
হাজার উলামা শিখেছে তোমার হাদীসের পাঠ্যপদ।

ফিকহ, তাফসীর, কিতাবুল হাক্কে, মাহিরুল উলামা,
ইলমের ঝর্ণা বয়ে যায় হৃদয়ে, আল-শাইখুল হাদীস।

দোয়া করি, রাব্বুল আলামিন, রহমতুল্লাহ চিরন্তন হোক,
তোমার নূরানী উস্তাদী পথ, আমাদের জীবন আলোকিত করুক।

কওমী পরিষদের সম্মানিত উপদেষ্টা, সকলের প্রিয় উস্তাদ,
দুর্বিষহ সময়েও, তোমার তাওফিক আমাদের প্রাণে বাজে।

হাজরাত বাহাউদ্দিন আহমাদ দাঃ বাঃ, গাজীপুরের আলো,
আল-হিকমাহ ও মিলাকুল ইলম দিয়ে ভরিয়ে দেন সব প্রাণ।

আল্লাহু আকবার, আল-মুরতজা, উস্তাদুল ফারুকুল উলামা,
তোমার আরবি, ফারসি, উর্দু ঝঙ্কার হৃদয় মাতায় আমাদের।

দোয়া করি, হে রাব্বুল আলামিন, সুস্থতা দাও উস্তাদকে,
তোমার ছায়ায় শান্তি, রহমত, হিকমাহ চিরন্তন হোক।
---------------------------------------------------


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।