পীরসাহেব দেওনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পীরসাহেব দেওনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************

পরিচয়
------------------------------
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী নাম।
পরিচিত পীরসাহেব দেওনা হিসেবে সবাই জানে।
কাপাসিয়া উপজেলার দেওনা গ্রামের অহংকার।
দাওয়াতুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও আমীর।

রাজনৈতিক জীবন
-------------------------------------
২০১৩ সাল পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন।
আ স ম হান্নান শাহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
পরবর্তীতে রাজনীতি ত্যাগ করে ধর্মে মনোনিবেশ।
মতবিনিময় সভায় অংশ নেন সক্রিয়ভাবে।
শাহ্ রিয়াজুল হান্নানসহ নেতাদের সঙ্গে বসেন।

কওমি মাদ্রাসা ও হেফাজতের সম্পর্ক
---------------------------------------------
মাদ্রাসার উন্নতির চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠান।
আটটি সুপারিশ তুলে শিক্ষার মানোন্নয়ন চায়।
বেফাক সাময়িক স্থগিত করে, প্রতিবন্ধকতা আসে।
কিছু আলেম উন্নতি চান না, বৈঠক স্থগিত হয়।
তবু মাদ্রাসার নাম উজ্জ্বল হয়ে ওঠে।

ধর্মীয় কর্মকাণ্ড
------------------------------------
ওয়াজ মাহফিলে অংশ নেন নিয়মিতভাবে।
মানুষ পায় তার বক্তৃতা থেকে প্রেরণা।
সমাজ সংস্কারে সক্রিয়, দান ও খৈরাত করেন।
পীরসাহেব দেওনা পথ দেখায় ধার্মিক জাতকে।
***********************************************************
কাব্যিক রচনা
-----------------------------------

দেওনা গ্রামের আলো ছড়ায় প্রতিদিন,
মাদ্রাসার দাওয়াত সবাই পায় তাওফিকের।
হৃদয়ে জ্বলে দীপ্তি, ইখলাস ও স্থির,
পীরসাহেব দেওনা পথ দেখায় সকলের।
মানুষ পায় ইলম, মন উজ্জ্বল হয় সদা।

রাজনীতি ত্যাগ করে শান্তির সেফা খুঁজে,
মতবিনিময় সভায় অংশ নেন সক্রিয় হৃদয়ে।
শাহ্ রিয়াজুল হান্নানসহ নেতাদের সঙ্গে বসেন,
পরামর্শ দেন উদার, মানুষ পায় বরকত।
সমাজের কল্যাণে কাজ করে অবিরাম।

মাদ্রাসার উন্নতির চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠান,
আটটি সুপারিশ তুলে শিক্ষার মানোন্নয়ন চায়।
বেফাক সাময়িক স্থগিত করে, প্রতিবন্ধকতা আসে কিছু,
উন্নতি চাওয়া আলেমরা বৈঠক স্থগিত করেছে।
তবু মাদ্রাসার নাম উজ্জ্বল হয়ে ওঠে।

ওয়াজ মাহফিলে যায়, মানুষ পায় মারফাতের আলো,
ইসলামী শিক্ষা ছড়ায়, মননশীল মন খোলে।
সমাজ সংস্কারে সক্রিয়, দান ও খৈরাত করে,
পীরসাহেব দেওনা পথ দেখায় ধার্মিক জাতকে।

মাদ্রাসার প্রতিটি কোণে জ্বলে নাজিল ইলমের দীপ্তি,
শিক্ষার্থীরা পায় নৈতিকতা ও তাওফিকের প্রেরণা।
হৃদয় উজ্জ্বল, মনের ভেতর আলোর প্রভা,
মানুষ পায় শিক্ষা, জীবন গড়ে আলোকিত।

পীরসাহেব দেওনা, আলোর পথ প্রদর্শক,
সমাজ, শিক্ষা ও ধর্মে অনন্য দৃষ্টান্ত স্থাপন।
হৃদয় উজ্জ্বল, মানুষ পায় প্রেরণা সদা,
মানুষের কল্যাণে তার কাজ অনন্য ও স্থির।
------------------------------ সূত্র অনলাইন।


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।