বিজয়া দশমী
- যুবক অনার্য

দেবীকে বিসর্জন দিয়ে সেবার সে কী কান্না তোমার
তখন আর কতো- বড়জোর বারো কিংবা তেরো
কোমল অশ্রু দেখে আমারও কান্না পেয়ে গেছিলো
তোমার সেই কান্না ছিলো মায়ের জন্য ভালোবাসা
বহু বছর পর বুঝতে পেরেছিলাম আমার যে কান্না
সেও ছিলো প্রেম সেও ছিলো তোমার জন্য ভালোবাসা
আজকাল বিসর্জবের পর অশ্রুতা তেমন করে নেই
সম্ভবত কান্না না করেও ভালোবাসা যায়
নাকি বিষটা এরকম - ভালোসলেই কান্না আসে
অতসব বুঝি না আমি
বিজয়া দশমীতে এখনো আমার চোখ ভেঙে জল আসে সে কি তোমার জন্য নাকি দেবীর জন্য - বুঝতে পারি না কারণ যে কোনো কান্নার যে জল তার বর্ণ
একই রকমের

কান্না থেকে যে প্রেম শুরু হয়
জলের কাছে তার জন্মের ঋণ থেকে যায়


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।