নামাজ কায়েম করো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নামাজ কায়েম করো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************
ওহে মুমিন! নামাজ কায়েম করো, ইমানের দীপ জ্বালাও,
হৃদয়ে বাজুক আলোর সুর, খোদার নূর ছড়াও।
ফজরের আলোয় দাঁড়াও, সালাহয় মন ভরাও,
রুকুতে মাথা নত করো, আকিরার রহমত চাও।
সজদাতে হৃদয় রাখো, মাগফিরাতে জীবন সাজাও,
যোহরের নামাজে স্থির হও, সাবরে মিলাও ধ্যান।
দু’আ ও ইস্তিগফারে ভরে উঠুক হৃদয়ের গান,
আসরের নামাজে শক্তি নাও, মনে করো তাওহিদ মান।
ফরজ ও নফলে মিলাও প্রাণ, শান্তির মাহল গাঁথি,
মাগরিবে শুনো আজানের সুর, রাতের আলো ভরাও।
তাহাজ্জুদে কাটাও নিশি, ইকবালে মন ভরাও,
নফল ও সদকা মিলাও, দিন হোক পূর্ণ ফাযিলাত।
তাকওয়ার দীপ জ্বালাও, রোব্বানী পথে চলাও,
নামাজ কায়েম করো, মুহাব্বতে হৃদয় ভরা থাক।
খোদার কাছে দোয়া জানাও, শান্তি ছড়িয়ে দুনিয়ায়,
প্রতিদিনের ফরজ পালন করো, তাহাজ্জুদে রাত কাটাও।
ইমান ও সালাহ মিলাও, মনকে আলোকিত করো,
নামাজ কায়েম করো, রাহমতে ভরা জীবন হোক।
ফাজিলাতে পূর্ণ হৃদয়, আল্লাহর প্রতি ভালোবাসা থাক,
নামাজে স্থির হও, জীবন হোক পূর্ণ সুখময়।
ওহে মুমিন! নামাজ কায়েম করো, ইমানের দীপ জ্বালাও,
হৃদয়ে বাজুক আলোর সুর, খোদার নূর ছড়াও।
-----------------------------------------------------
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।